Suresh Raina: সুরেশ রায়না এবার ডক্টর রায়না

সীমিত ওভারের ক্রিকেটে দেশের অন্যতম সেরা সুরেশ রায়না এবার ডক্টর সুরেশ রায়না। আন্তর্জাতিক ক্রিকেটের মত আইপিএলে তিনি দলকে বহু ম্যাচে জিতিয়েছেন।

Suresh Raina. (Photo Credits: Twitter)

চেন্নাই, ৫ অগাস্ট: টেস্টে ক্রিকেটের অভিষেকে শতরান, সীমিত ওভারের ক্রিকেটে দেশের অন্যতম সেরা সুরেশ রায়না (Suresh Raina) এবার ডক্টর সুরেশ রায়না। আন্তর্জাতিক ক্রিকেটের মত আইপিএলে তিনি দলকে বহু ম্যাচে জিতিয়েছেন। এবার সেই সুরেশ রায়নাকে ডক্টরেট উপাধি দিল Vels University-নামের চেন্নাইয়ের এক নামজাদা শিক্ষা প্রতিষ্ঠান। যে চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজি সুপার কিংসের হয়ে খেলে রায়না ক্রিকেট বিশ্বে মিস্টার আইপিএলের অঘোষিত উপাধি পেয়েছেন, সেখানকার ভিইএলএস ইন্সটিটিউট অফ সায়েন্স-টেকনলোজি ও অ্যাডভান্স স্টাডিসে সাম্মানিক ডক্টরেট উপাধি দিল। দেশের ক্রিকেটে অবদানের জন্য রায়নাকে এই সম্মান দেওয়া হল।

দেখুন ছবি

চলতি বছর আইপিএলের নিলামে রায়না অবিক্রিত থেকে যান। তাঁর প্রিয় ফ্র্যাঞ্চাইজি সিএসকেও রায়নাকে কেনেনি। তখন থেকে চেন্নাইয়ের ওপর বেশ অভিমান রায়না ভক্তদের। সেই চেন্নাই রায়নাকে দিল ডক্টরেট উপাধি।

দেখুন ছবিতে

৩৫ বছরের রায়না দেশের হয়ে ১৮টি টেস্ট, ২২৬টি ওয়ানডে ও ৭৮টি আন্তর্জাতিক টি-২০ খেলেছেন। দেশের জার্সিতে শেষবার খেলেন ২০১৮ সালের জুলাইয়ে ইংল্যান্ডে।