Steve Smith: টানা দুটো টি-২০তে সেঞ্চুরির পর এবার ২২ বলে হাফ সেঞ্চুরি স্মিথের

বিগ ব্যাশ টি-২০ লিগে থামানো যাচ্ছে না স্টিভ স্মিথ (Steve Smith)-কে। টানা দুটো ম্যাচে সেঞ্চুরির পর এদিন বিগ ব্যাশে হোবার্ট হ্যারিক্যানসের বিরুদ্ধে সিডনি সিক্সার্সের হয়ে স্মিথ ৩৩ বলে ৬৬ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন।

Steve Smith Century Photo Credit: Twitter@cricketcomau

বিগ ব্যাশ টি-২০ লিগে থামানো যাচ্ছে না স্টিভ স্মিথ (Steve Smith)-কে। টানা দুটো ম্যাচে সেঞ্চুরির পর এদিন বিগ ব্যাশে হোবার্ট হ্যারিক্যানসের বিরুদ্ধে সিডনি সিক্সার্সের হয়ে স্মিথ ৩৩ বলে ৬৬ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন। ওপেন করতে নেমে ২২ বলে হাফ সেঞ্চুরি করার পর যেভাবে এগোচ্ছিলেন, তাতে মনে হচ্ছিল টানা তিনটি টি-২০ ম্যাচে সেঞ্চুরি করার বিরল নজির গড়ে ফেলবেন স্মিথ।

কিন্তু হোবার্টের ন্যাথান এলিসের বলে এলবি হয়ে ফিরে যান ৩৩ বছরের অজি তারকা ব্যাটার। এদিন, হোবার্টে স্মিথ ৬টি ওভার বাউন্ডারি ও ৪টি বাউন্ডারি মারেন। তার মানে একবার স্মিথের ব্যাট থেকে বল একেবারে হোবার্টের বড় স্টেডিয়ামে ছাড়িয়ে রাস্তায় গড়াগড়ি গেল। আরও পড়ুন- আইসিসির বর্ষসেরা দলে বড় চমক, দেখুন কারা আছেন, কারা নেই

স্মিথের বড় ছক্কার ভিডিয়ো

এর আগে সিডনি থান্ডার্সের বিরুদ্ধে অপরাজিত ১২৫ ও অ্যাডিলেড স্টাইকার্সের বিরুদ্ধে স্মিথ করেছিলেন ১০১ রান। চলতি বিগ ব্যাশ স্মিথ পাঁচটি ম্যাচ খেলে মোট ৩২৮ রান করেছেন, ব্য়াটিং গড়। অথচ এই অনেকেই ভেবেছিলেন স্মিথ হয়তো আর অস্ট্রেলিয়ার টি-২০ দলে সুযোগ পাবেন না। স্মিথকে আইপিএলের নিলামেও কোও ফ্র্যাঞ্চাইজি কেনেনি।