T20 World Cup 2022: এশিয়া চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিশ্বকাপের দল ঘোষিত, মূল দলে নেই চান্দিমল

আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার স্কোয়াড ঘোষণা হল। এশিয়া কাপে অপ্রত্যাশিতভাবেই চ্যাম্পিয়ন হওয়ার পর শ্রীলঙ্কা আন্ডারডগ হিসেবে অস্ট্রেলিয়ায় কুড়ির বিশ্বকাপে নামছে।

Srilanka Cricket Team. (Twitter)

আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার স্কোয়াড ঘোষণা হল। এশিয়া কাপে অপ্রত্যাশিতভাবেই চ্যাম্পিয়ন হওয়ার পর শ্রীলঙ্কা আন্ডারডগ হিসেবে অস্ট্রেলিয়ায় কুড়ির বিশ্বকাপে নামছে। দাশুন শনকা-র নেতৃত্বে নামতে চলা শ্রীলঙ্কার মূল স্কোয়াডে জায়গা হল না চান্দিমলের। তাঁকে রিজার্ভে রাখা হয়েছে। এসিয়া সেরা হলেও শ্রীলঙ্কা কিন্তু সুপার-১২ পর্ব থেকে সরাসরি খেলতে পারবে না।

শ্রীলঙ্কাকে কোয়ালিফিকেশন রাউন্ডের মত গ্রুপ পর্বের বাধা টপকে সুপার-১২তে উঠতে হবে। কোয়ালিফাই পর্বে শ্রীলঙ্কার গ্রুপে আছে নামিবিয়া, নেদারল্যান্ডস ও সংযুক্ত আরবআমিরশাহি। দুটি গ্রুপ থেকে দুটি করে দল সুপার-১২তে উঠবে। শ্রীলঙ্কার প্রথম ম্যাচ ১৬ অক্টোবর, নামিবিয়ার বিরুদ্ধে। আরও পড়ুন-অনিল কুম্বলের ছেড়ে যাওয়া পদে এলেন ট্রেভর বেলিস, সোশ্যাল মিডিয়ায় ঘোষণা পাঞ্জাব কিংসের

দেখুন শ্রীলঙ্কার স্কোয়াড