T20 World Cup 2022: আফগানদের ছিটকে টিকে থাকল শ্রীলঙ্কা
টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেল আফগানিস্তান। মঙ্গলবার ব্রিসবেনে সুপার ১২ পর্বে আফগানদের ৬ উইকেটে হারিয়ে টিকে থাকল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার জয়ে নায়ক ধনঞ্জয়া ডি সিলভা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।
ব্রিসবেন, ১ নভেম্বর: টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেল আফগানিস্তান। মঙ্গলবার ব্রিসবেনে সুপার ১২ পর্বে আফগানদের ৬ উইকেটে হারিয়ে টিকে থাকল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার জয়ে নায়ক ধনঞ্জয়া ডি সিলভা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। জয়ের জন্য ১৪৫ রান তাড়া করতে নেমে ধনঞ্জয়া ডি সিলভা ৬৬ রানে অপরাজিত থাকেন। বিষ্ময় স্পিনার হাসারাঙ্গা ১৩ রান দিয়ে ২টি উইকেট নেন। গাব্বায় প্রথমে ব্যাট করে আফগানিস্তান করেছিল ১৪৪ রান। আফগান ব্যাটাররা সেট হয়েও উইকেট ছুঁড়ে আসায় সুবিধা হয় লঙ্কার। আফগান ইনিংসে সর্বোচ্চ রান উইকেটকিপার-ব্যাটার রহমানুল্লা গুরবাজ (২৮)-এর।
গাব্বায় জয়ের সুবাদে চার ম্যাচ খেলে শ্রীলঙ্কার পয়েন্ট দাঁড়াল ৪। ইংল্যান্ডের বিরুদ্ধে সুপার ১২ পর্বে তাদের শেষ ম্যাচে জিতলে সেমিফাইনালে ওঠার সুযোগ থাকবে শ্রীলঙ্কার। আরও পড়ুন-৫৭ বলে ১৬২ রানের ইনিংস খেলে উঠে অবিশ্বাস্য ক্যাচ 'বেবি এবি'-র, দেখুন ভিডিও
দেখুন টুইট
তবে অস্ট্রেলিয়া তাদের শেষ ম্যাচে জিতলে, আর কিউইরা দুটোর মধ্যে একটাতেও জিতলে শ্রীলঙ্কা ছিটকে যাবে। অন্যদিকে, চারটে ম্যাচে দুটো ম্যাচ বৃষ্টিতে ভেস্তে দু পয়েন্ট, আর বাকি দুটিতে হেরে ছিটকে গেলেন রশিদ কানরা। চলতি টি-২০ বিশ্বকাপে আফগান চমক দেখা গেল না।