Spain vs Georgia, UEFA Euro 2024: জর্জিয়াকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিধ্বংসী স্পেন, এবার লড়াই জার্মানির বিরুদ্ধে
দাপুটে পারফরম্যান্সে ঘুরে দাঁড়িয়ে, জর্জিয়ার ওপর প্রায় পুরোটা সময় ছড়ি ঘুরিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে উঠল লুইস দে লা ফুয়েন্তের দল। কোয়ার্টার ফাইনালে স্পেনের সামনে এ বার জার্মানি
পর্তুগালকে হারিয়ে ইউরো ২০২৪ এর প্রথম আবির্ভাবেই নকআউটে উঠেছিল জর্জিয়া, কিন্তু তাঁদের সেই স্বপ্নের দৌড়কে আটকে দিল স্প্যানিশ আর্মাডা (Spain Beat Georgia)। ১ গোলে পিছিয়ে পড়েও রদ্রি, ফ্যাবিয়ান রুইজ, নিকো উইলিয়ামস এবং দানি ওলমো-র গোলে রবিবার ইউরো ২০২৪ (EURO 2024)এর নক-আউটে জর্জিয়াকে ৪-১ গোলে হারিয়ে দিল বিধ্বংসী স্পেন।জর্জিয়ার একমাত্র গোল টি রবিন লে নরমাঁর আত্মঘাতী গোল। সেটি হয় খেলার ১৮ মিনিটে। সেই সময়ে ডান দিকে বল পেয়েছিলেন খাভিচা কাভারৎস্কেলিয়া। তিনি বক্সে বল ভাসিয়েছিলেন। স্পেনের দুই ডিফেন্ডারকে এড়িয়ে তা যাচ্ছিল জর্জিয়ারই এক খেলোয়াড়ের কাছে। তার আগেই এগিয়ে এসে স্পেনের রবিন লে নরমাঁ আটকাতে যান। বল তাঁর পেটে লেগে নিজেদের গোলেই ঢুকে যায়। এরপরই গোটা মাঠ জুড়ে শুরু হয় স্পেনের তিকি তাকা। ম্যাচের ২৭ মিনিটের মাথায় একটি পরিসংখ্যান দেখানো হয়।সেখানে দেখা যায় জর্জিয়া এই সময়ে মাত্র ৪২টি পাস খেলেছে। সেখানে স্পেন খেলেছে ২৩৮টি। বল পজিশন স্পেনের পক্ষে ৭৮-২২। ৩৯ মিনিটে নিকো উইলিয়ামসের জর্জিয়ার রক্ষণ চেরা পাস বক্সের বাইরে থাকা রদ্রিকের পায়ে আসতেই , বাঁ পায়ের গড়ানো শটে সমতা ফেরায় স্পেন। প্রথমার্ধ শেষ হয় ১-১ স্কোরে।
দ্বিতীয়ার্ধেও স্পেনের তিকিতাকার সঙ্গে যুক্ত হয় প্রেসিং ফুটবল। যার ফল হাতেনাতে পাওয়া যায় ম্যাচের ৫০ মিনিটে। বক্সের ঠিক বাইরে ফ্রিকিক পেয়েছিল স্পেন। লেমিনে ইয়ামালের শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে বাঁচিয়ে দেন মামাদাশভিলি। সেই বল ঘুরে আসে ইয়ামালের পায়ে। এ বার তাঁর নিখুঁত ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন রুইজ। স্কোর ২-১ হতেই কিছুটা ঘুরে দাঁড়ায় জর্জিয়া। কিন্তু আগ্রাসী স্পেনের সামনে কোনও ধরনের কৌশলই কাজে দেয়নি। ম্যাচের ৭৫ মিনিটে ব্যবধান বাড়ান নিকো উইলিয়ামস। ৮৫ মিনিটে জর্জিয়ার স্বপ্নের উড়ানে শেষ পেরেক পুতে দেন দানি ওলমো।
দাপুটে পারফরম্যান্সে ঘুরে দাঁড়িয়ে, জর্জিয়ার ওপর প্রায় পুরোটা সময় ছড়ি ঘুরিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে উঠল লুইস দে লা ফুয়েন্তের দল। কোয়ার্টার ফাইনালে স্পেনের সামনে এ বার জার্মানি।