IPL Auction 2025 Live

Spain vs France Euro 2024 Semi Final Live Streaming: আজ রাতে স্প্যানিশদের ফরাসি যুদ্ধ, সরাসরি বিনামূল্য দেখুন ইউরো কাপের সেমিফাইনালে স্পেন বনাম ফ্রান্স ম্যাচ

France vs Portugal (Photo Credit: B/R Football/ X)

ইউরোপের ফুটবলে আজ রাতে মহারণ। ইউরো কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স ও স্পেন। ইউরোপীয় ফুটবলে এখন এই দুটি দেশই সবচেয়ে শক্তিশালী। জার্মানি ও ইতালি ক্রমশ দুর্বল হয়ে পড়ার পর ফ্রান্স আর স্পেন-এই দুটি দেশই এখন ইউরোপের ফুটবল শাসন করছে। গত পাঁচটি বিশ্বকাপের মধ্যে চারটিতেই ফাইনালে খেলেছে হয় ফ্রান্স, না হয় স্পেন। ২০১০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় স্পেন। আর ২০১৮ বিশ্বকাপ খেতাব জেতার পাশাপাশি ২০০৬ ও ২০২২ বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে হেরে রানার্স হয় ফরাসিরা। এই পরিসংখ্যানটাই যথেষ্ট ইউরোপিয়ান তথা বিশ্ব ফুটবলের সুপার পাওয়ার কারা এটা দেখানোর জন্য।

চলতি টুর্নামেন্টে ফর্মের বিচারে প্রথম সেমিফাইনালে এগিয়ে রাখতে হচ্ছে স্পেনকে। গ্রুপ লিগের তিনটি ম্যাচে দারুণ জয় পাওয়ার পর লুইস দে লা ফুয়েন্তের দল প্রি কোয়ার্টারে জর্জিয়াকে ৪-১ উড়িয়ে দিয়েছিল। এরপর সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আয়োজক দেশ জার্মানিকে অতিরিক্ত সময়ের গোলে ২-১ হারিয়ে চমকে দেয় স্পেন। অন্যদিকে,এমবাপের নাকে চোটের পর ফ্রান্সকে চলতি ইউরোয় নড়বড়ে দেখিয়েছে। গ্রুপে চ্যাম্পিয়ন হতে পারেনি বিশ্বকাপ ফুটবলের গত দু বারের ফাইনালিস্টরা। প্রি কোয়ার্টারে ফরাসিরা ১-০ গোলে হারায় বেলজিয়ামকে। এরপর কোয়ার্টার ফাইনালে ফরাসিরা টাইব্রেকারে পর্তুগালকে হারায়। কিন্তু এখনও ফরাসি দলকে সেভাবে ছথন্দে দেখাচ্ছে না। তবে বড় ম্যাচে সাম্প্রতিক অতীতে ফ্রান্সের রেকর্ড ঈষর্ণীয়।

এক নজরে দেখে নেওয়া যাক আজকের ম্যাচ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ জিনিস--

ইউরো কাপের সেমিতে স্পেন বনাম ফ্রান্স ম্যাচটি কবে, কোথায় আয়োজিত হবে

আজ, ৯ জুলাই রাত ১২টার পরই জার্মানির মিউনিখের অ্যালিয়েঞ্জ এরিনায় খেলাটি আয়োজিত হবে।

কখন থেকে শুরু হবে খেলা

ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে শুরু খেলা

টিভিতে কোথায় দেখা যাবে ম্যাচ

সোনি টেন স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন ও এইচডি চ্যানেলে সরাসরি দেখানো হবে খেলাটি।

ওয়েবসাইট ও অ্যাপে কীভাবে দেখা যাবে ম্যাচ

সোনি লিভ অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলাটি।

কারা ফেভারিট

ফিফা ব়্যাঙ্কিংয়ে কত কত নম্বরে আছে।

ফিফা ব়্যাঙ্কিংয়ে ফ্রান্স আছে ২ নম্বরে, আর স্পেন আটে।

ইউরো কাপে কে কতবার চ্যাম্পিয়ন হয়েছে

ফ্রান্স দু'বার খেতাব জেতে (১৯৮৪,২০০০)। সেখানে স্পেন চ্যাম্পিয়ন হয় তিনবার (১৯৬৪, ২০০৮,২০১২)।

কে জিততে পারে

বলা কঠিন। খুব লড়াই হবে। ফর্মের বিচারে এগিয়ে স্পেন। আর ফ্রান্স এগিয়ে সাম্প্রতিককালে নক আউট ম্যাচে দুরন্ত খেলার সুবাদে। বিশেষজ্ঞরা স্পেনকে ৫২:৪৮ এগিয়ে রাখছেন।