South Asian Games 2019 Live Streaming: ষষ্ঠদিনের ম্যাচ লাইভ কোথায় দেখবেন? জেনে নিন এক ক্লিকে

শুরু হয়ে গিয়েছে সাউথ এশিয়ান গেমস ২০১৯। শুক্রবার এই ম্যাচের ষষ্ঠদিন। আজ মেন্স কাবাডি ইভেন্টে (Kabaddi) নেপালের মুখোমুখি শ্রীলঙ্কা। ময়দান নেপালের (Nepal) রাজধানী শহর কাঠমান্ডুর হলচোক স্টেডিয়ামের এএফপি হল। সাউথ এশিয়ান গেমসের ১৩ তম এই পর্ব শুরু হয়েছে ১ ডিসেম্বর থেকে। যা শেষ হবে ১০ ডিসেম্বর নেপালের রাজধানী শহর কাঠমান্ডুর পোখারাতেই। এর আগে ১৯৮৪ এবং ১৯৯৯ সালে নেপালে এই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এবার তৃতীয়বার নেপালে অনুষ্ঠিত হল ম্যাচ (Match)।

সাউথ এশিয়ান গেমস ২০১৯ (Photo Credits: Getty Images)

শুরু হয়ে গিয়েছে সাউথ এশিয়ান গেমস ২০১৯। শুক্রবার এই ম্যাচের ষষ্ঠদিন। আজ মেন্স কাবাডি ইভেন্টে (Kabaddi) নেপালের মুখোমুখি শ্রীলঙ্কা। ময়দান নেপালের (Nepal) রাজধানী শহর কাঠমান্ডুর হলচোক স্টেডিয়ামের এএফপি হল। সাউথ এশিয়ান গেমসের ১৩ তম এই পর্ব শুরু হয়েছে ১ ডিসেম্বর থেকে। যা শেষ হবে ১০ ডিসেম্বর নেপালের রাজধানী শহর কাঠমান্ডুর পোখারাতেই। এর আগে ১৯৮৪ এবং ১৯৯৯ সালে নেপালে এই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এবার তৃতীয়বার নেপালে অনুষ্ঠিত হল ম্যাচ (Match)। তবে জানা গিয়েছে, চলতি বছরেরই ৯ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই ম্যাচের। তবে ব্যাংককে অলিম্পিক কাউন্সিলের নির্বাহী বোর্ডের সভার কারণে টুর্নামেন্টটির রিশিডিউল করা হয়। বিশ্বের ৭টি দেশ অংশ নিয়েছে এই ম্যাচে। আয়োজক দেশ নেপালের সঙ্গে সঙ্গে এই তালিকায় নাম রয়েছে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান, মালদিভস এবং পাকিস্তান। ফলে স্বাভাবিকভাবেই এই ম্যাচ দেখবার জন্য জনসাধারণের উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। তাই এই ম্যাচের লাইভ টেলিকাস্ট থেকে লাইভ স্ট্রিমিং দেখবার জন্য ক্রীড়াপ্রেমীদের উদ্দীপনা চূড়ান্ত। চলুন দেখে নেওয়া যাক কোথায় দেখা যাচ্ছে এই ম্যাচের লাইভ? South Asian Games 2019 Schedule and Time Table Announced, India to Skip Participation in Kabaddi, Cricket and 8 Other Sports.

আট বছর পর এই ম্যাচে যুক্ত হয়েছে ক্রিকেট। মোট ২৮ ধরণের খেলা থাকছে তালিকায়। এবার গল্ফ (Golf) এবং ক্যারাটে এই দুটি খেলা যুক্ত করা হয়েছে। সাতটি দেশের মোট ২৭১৫ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন টুর্নামেন্টে। তবে ভারত সিদ্ধান্ত নিয়েছে, তারা কয়েকটি বড় ইভেন্টে (Event) অংশ নেবে না। যেগুলির যার মধ্যে রয়েছে- আর্চারি, ক্রিকেট, গল্ফ, কারাতে, প্যারাগ্লাইডিং, টেবিল টেনিস, টেনিস, তাইকোয়ান্দো এবং রেসলিং। আরও পড়ুন: South Asian Games 2019: সাউথ এশিয়ান গেমসে ক্রিকেট আজ শ্রীলঙ্কার মুখোমুখি ভুটান, কোথায় দেখবেন লাইভ ম্যাচ? লাইভ আপডেট পাবেন কোথায় জেনে নিন

সাউথ এশিয়ান গেমস ২০১৯-এর তারিখ, সময় এবং স্থানের বিবরণ

বেলা দেড়টায় শুরু হওয়ার কথা রয়েছে। প্রতিযোগিতার মূল ভেন্যু হবে দশরথ রাঙ্গসালা স্টেডিয়াম।

কোন টিভি চ্যানেলে দেখা যাবে এই ম্যাচ?

ভারতের কোন চ্যানেলই সরাসরি এই ম্যাচের সম্প্রচারক নয়।

অনলাইনে সরাসরি স্ট্রিমিং কোথায় দেখবেন?

সরাসরি ফেসবুকে দেখা যাচ্ছে ম্যাচটি। সাউথ এশিয়ান গেমস ২০১৯-এর অফিসিয়াল ফেসবুক পেজে দর্শকেরা দেখতে পারবেন এই ম্যাচ।



@endif