Heinrich Klaasen, SA vs ENG: ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধে অবিশ্বাস্য ব্য়াটিং ক্লাসেন-জানসেনদের, বাটলারদের জিততে চাই ৪০০ রান
ওয়াংখেড়ে বিস্ফোরণ আইডেন মার্করামদের। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা করল ৩৯৯ রান।
ওয়াংখেড়ে বিস্ফোরণ আইডেন মার্করামদের। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা করল ৩৯৯ রান। অধিনায়ক তেম্বা বাভুমা এদিন খেলতে না পারলেও জ্বলে উঠল দক্ষিণ আফ্রিকা। ৬৭ বলে ১০৯ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন দক্ষিণ আফ্রিকার হেনরিক ক্লাসেন (Henrich Klassen)। শেষের দিকে ৪২ বলে ৭৫ রানের দুরন্ত ঝড়ো ইনিংস খেললেন মার্কো জানসেন (Marco Jansen)। ক্লাসেন-জানসন যুগলবন্দিতে বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা বিস্ফোরক শেষ দশ ওভারের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব।
শেষ ১০ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৪৩ রান তুলল। ওপেনার রেজা হেনরিক (৮৫) ও রেসি ভান দার দুসেন (৬০) বড় রানের মঞ্চ গড়েছিলেন। কিন্তু এত রান হবে তা বোঝা যায়নি। পাঁচ নম্বরে নেমে অবিশ্বাস্য সেঞ্চুরি করে ক্লাসেন মাতিয়ে দিলেন।
জোস বাটলারদের এবার জিততে হলে রেকর্ড গড়তে হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের ইতিহাসে এটাই সর্বোচ্চ রান।
ইংল্যান্ডের পুরো ব্যাটিং ইউনিট ব্যর্থ হল। ব্রিটিশ পেসার রেসে টপলে ৩ উইকেট পেলেও ৮.৫ ওভার বল করে দিলেন ৮৮ রান। অপর পেসার মার্ক উড ৪২টা বল করে দিলেন ৭৬ রান। ডেভিড উইলি, গাস অ্যাটকিনসনরাও অনেক রান দিলেন। মন্দের ভাল আদিল রশিদ (২/৬১)।