Sourav Ganguly: ১৫ সেপ্টেম্বরে ইডেনে খেলছেন না সৌরভ, যে কারণে সরে দাঁড়ালেন দাদা
ইডেনে গার্ডেন্সে আগামী ১৫ সেপ্টেম্বর হতে চলা লেজেন্ডস ক্রিকেট লিগের বিশেষ ম্যাচে খেলতে দেখা যাবে না সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
কলকাতা, ৩ সেপ্টেম্বর; ইডেনে গার্ডেন্সে আগামী ১৫ সেপ্টেম্বর হতে চলা লেজেন্ডস ক্রিকেট লিগের বিশেষ ম্যাচে খেলতে দেখা যাবে না সৌরভ গঙ্গোপাধ্যায়কে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হচ্ছে। পেশাদারী কাজে ব্যস্ততার কারণে তিনি ইডেনে বিশেষ ম্যাচে খেলতে পারবেন না বলে আয়োজকদের জানিয়ে দিয়েছেন বলে সৌরভ জানিয়ে দিয়েছেন। সূত্রের খবর এমনই।
প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে হতে চলা এই ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল সৌরভের। সৌরভের নেতৃত্বে ভারতীয় দলে খেলার কথা ছিল বীরেন্দ্র সেওয়াগ থেকে হরভজন সিংদের। সৌরভের দলের নাম রাখা হয়েছে ইন্ডিয়া মহারাজাস। সৌরভকে ফের ইডেনে বীরু, ভাজ্জিদের নেতৃত্ব দেবেন শুনে ক্রিকেটপ্রেমীরা দারুণ উচ্ছ্বসিত ছিলেন।
দেখুন টুইট
Sourav Ganguly pulls out from the special Legends League Cricket match due to professional commitment.
আগামী, ১৫ সেপ্টেম্বর ইডেনে 'ইন্ডিয়া মহারাজাস' দলের প্রতিপক্ষ অবশিষ্ট বিশ্ব একাদশের নামা রাখা হয়েছে 'ওয়ার্ল্ড জায়েন্টস'। বিশ্ব একাদশের হয়ে খেলার কথা ইয়ন মরগ্যান, সনৎ জয়সূর্য , জন্টি রোডস ,মুথাইয়া মুরলিধরন, ব্রেট লি-র মত প্রাক্তন তারকা ক্রিকেটারদের।
ইন্ডিয়া মহারাজ (১৭ জনের দল): সৌরভ গঙ্গোপাধ্যায় (অধিনায়ক), বীরেন্দ্র সেওয়াগ, মহম্মদ কাইফ, ইউসুফ পাঠান, সুব্রহ্মনিয়াম বদ্রিনাথ, ইউসুফ পাঠান, পার্থিব প্যাটেল (উইকেটকিপার), স্টুয়ার্ট বিন্নি, এস শ্রীসন্থ, হরভজন সিং, নমন ওঝা (উইকেটকিপার), অশোক দিন্দা, প্রজ্ঞান ওঝা, অজয় জাদেজা, আরপি সিং, যোগিন্দার শর্মা, রীতেন্দর সিং সোধি। (সৌরভ খেলছেন না)
ওয়ার্ল্ড জায়েন্টস (১৭ জনের দল): ইয়ন মর্গ্যান (অধিনায়ক, ইংল্যান্ড), লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ), হারশেল গিবস (দক্ষিণ আফ্রিকা), জ্যাক কালিস (দক্ষিণ আফ্রিকা), সনৎ জয়সূর্য (শ্রীলঙ্কা), ম্যাট প্রায়র (উইকেটকিপার, ইংল্যান্ড), নাথান ম্যাকালাম (নিউ জিল্যান্ড), জন্টি রোডস (দক্ষিণ আফ্রিকা), মুত্তিয়া মুরলীধরন (শ্রীলঙ্কা), ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা), হ্যামিলটন মাসাকদজা (জিম্বাবোয়ে), মাশরাফে মোর্তাজা (বাংলাদেশ), আশগার আফগান (আফগানিস্তান), মিচেল জনসন (অস্ট্রেলিয়া), ব্রেট লি (অস্ট্রেলিয়া), কেভিন ও'ব্রায়েন (আয়ারল্যান্ড), দীনেশ রামদিন (উইকেটকিপার)