Shubman Gill: একই বছরে তিন ফর্ম্যাটে আন্তর্জাতিক সেঞ্চুরি করে নজির শুবমন গিলের
আমেদাবাদ টেস্টের তৃতীয় দিনে দুরন্ত সেঞ্চুরি ভারতের তারকা ওপেনার শুবমন গিলের। চলতি বছরে টি টোয়েন্টি, ওয়ানডে-র পর টেস্টেও সেঞ্চুরি করা হয়ে গেল গিলের।
আমেদাবাদ টেস্টের তৃতীয় দিনে দুরন্ত সেঞ্চুরি ভারতের তারকা ওপেনার শুবমন গিলের (Subhman Gill)। মোতারায় অস্ট্রেলিয়ান বোলারদের দুরন্ত সামলে ১৯১ বলে সেঞ্চুরি পূর্ণ করলেন গিল। চলতি বছরে টি টোয়েন্টি, ওয়ানডে-র পর টেস্টেও সেঞ্চুরি করা হয়ে গেল গিলের। একই ক্যালেন্ডার বছরে আন্তর্জাতিক ক্রিকেটে তিনটে ফর্ম্যাটেই সেঞ্চুরি হাঁকানো চতুর্থ ভারতীয় হলেন গিল। চলতি বছর ফেব্রুয়ারিতে এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই আন্তর্জাতিক টি-২০-তে তাঁর প্রথম সেঞ্চুরিটা করেছিলেন গিল।
এর আগে এই নজির আছে রোহিত শর্মা, সুরেশ রায়না ও কেএল রাহুলের। টেস্টে গিলের এটি দ্বিতীয় সেঞ্চুরি। মোতেরায় সেঞ্চুরিতে নিশ্চিত হলে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গিলই টিম ইন্ডিয়ার অধিনায়কের সঙ্গে ওপেন করবেন। আরও পড়ুন-আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ হাজার রানের মাইলফলক রোহিত শর্মার
দেখুন গিলের সেঞ্চুরির মুহূর্তের ভিডিয়ো
চলতি বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম দুটি টেস্টে লোকেশ রাহুল খারাপ খেলায় ইন্দোরে সুযোগ পান গিল। হোলকারে তেমন সুবিধা করতে না পারলেও মোতেরায় স্টার্ক, লিঁ.দের দারুণ সামলে সেঞ্চুরি করলেন গিল। ক মাস আগেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে-তে ডবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন গিল। চলতি বছর ওয়ানডে-তে একটি ডবল সেঞ্চুরি সহ মোট তিনটি সেঞ্চুরি করেছেন পঞ্জাবের ২৩ বছরের তারকা ওপেনার।
২০২৩ সালে গিল
আন্তর্জাতিক টি-২০তে সেঞ্চুরি: ১ ফেব্রুয়ারি, নিউ জিল্যান্ডের বিরুদ্ধে, ১২৬ অপরাজিত, আমেদাবাদ
ওয়ানডে-তে ডবল সেঞ্চুরি সহ তিনটি সেঞ্চুরি: দুটি নিউ জিল্যান্ড, একটি শ্রীলঙ্কার বিরুদ্ধে
টেস্টে সেঞ্চুরি: ১১ মার্চ, আমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে