Shakib Al Hasan: আইপিএল থেকে সরে দাঁড়াতে পারেন সাকিব আল হাসান

যাতে সাকিবের পরিবর্তে অন্য এক তারকা বিদেশী ক্রিকেটারকে দলে নেওয়া যায়।

সাকিব আল হাসান (Photo Credits: IANS/ Twitter)

দেশের হয়ে খেলা রয়েছে আইপিএলের (IPL 2023) বেশ কিছুটা সময় জুড়ে দিকে। বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান (Shakib Al Hasan)-কে তাই এবারের আইপিএলের অনেকটা সময়ে পাবে না কলকাতা নাইট রাইডার্স (KKR)। এটা বুঝতে পেরে সাকিবের কাছে এবারের আইপিএল না খেলার আবেদন করা হয় শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে। এমনই খবরই প্রকাশিত হয় বাংলাদেশের সংবাদমাধ্যম 'প্রথম আলোয়'। যাতে সাকিবের পরিবর্তে অন্য এক তারকা বিদেশী ক্রিকেটারকে দলে নেওয়া যায়। প্রসঙ্গত, ক মাস আগে কোচিতে হওয়া আইপিএলের নিলামে সাকিবকে দেড় কোটি টাকা দিয়ে কিনেছিল কলকাতা।

কেকেআর-এর সেই অনুরোধ মেনে আইপিএল ২০২৩-এ না খেলার সিদ্ধান্ত নিতে পারেন সাকিব। যদিও চুক্তি অনুযায়ী সাকিব সেই অনুরোধ প্রত্যাখানও করতে পারতেন। তবে কেকেআর-এর সঙ্গে দীর্ঘদিনের সু সম্পর্ক থাকায় সাকিব অনুরোধ মেনে সরে দাঁড়ালেন। এমন খবরই প্রকাশিত হয়েছে বাংলাদেশের সংবাদমাধ্যমে। তবে লিটন দাস কেকেআর-এর হয়ে খেলবেন বলে জানা গিয়েছে। আরও পড়ুন-১৪২৬ দিন পর চিপকে নামলেন ধোনি, মাহিকে নিয়ে উচ্ছ্বাস মাত্রা ছাড়াল

দেখুন টুইট

জল্পনা সাকিবের পরিবর্তে অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেডকে নিতে পারে কেকেআর। গত বছর ডিসেম্বরে কোচিতে আইপিএলের নিলামে অবিক্রিত থেকে গিয়েছিলেন হেড। কিন্তু হেড দারুণ ফর্মে আছেন। শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে কেকেআর-এর মিডল অর্ডারে ভাল ব্যাটার দরকার। আর তাই হেডকে পেতে মরিয়া কেকেআর।