Shakib Al Hasan: বাংলাদেশের টেস্ট দলের নেতৃত্ব ফিরছেন সাকিব!
ক মাস আগে শোনা গিয়েছিল, ক্রিকেট কেরিয়ার দীর্ঘায়িত করতে টেস্ট থেকে অবসর নিতে পারেন বাংলাদেশের মহাতারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।
ঢাকা, ১ জুন: ক মাস আগে শোনা গিয়েছিল, ক্রিকেট কেরিয়ার দীর্ঘায়িত করতে টেস্ট থেকে অবসর নিতে পারেন বাংলাদেশের মহাতারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে পরিস্থিতি বদলে গেল দ্রুত। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে বাংলাদেশের হারের পর মুমিনুলের আসন টলমল। এবার শোনা যাচ্ছে মুমিনুল হকের পরিবর্তে বাংলাদেশের টেস্ট দলের নেতৃত্ব দিতে পারেন সাকিব। আইপিএলে খেলার সুযোগ না পাওয়া সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ কিছু করে দেখাতে চাইছেন।
সেভাবে ধারাবাহিকভাবে ফর্মে না থাকায় মুমিনুলকে নিয়ে জল্পনা চলছে। শোনা যাচ্ছে দেশের টেস্ট জলের নেতৃ্বে ফিরতে আগ্রহ দেখিয়েছেন সাকিব নিজেও। এর আগে ২০১৯ সালে গড়াপেটা বিতর্কে জড়িয়ে নেতৃত্ব হারান সাকিব।
দেখুন টুইট
পাশাপাশি সাকিব নিষিদ্ধ হন এক বছরের জন্য। এরপরই বাংলাদেশের অধিনায়ক হিসেবে আনা হয়েছিল মুমিনুলকে। এরপর মুমিনুলের নেতৃত্বে ১৬টি টেস্ট খেলেছে বাংলাদেশ। যেখানে মাত্র তিনটি টেস্টে জয় পেয়েছে টাইগাররা। মুমিনুলের নেতৃত্বে ১২টি টেস্টে হারে বাংলাদেশ, ২টি ড্র হয়।