Copa America 2019: জন্মদিনে দেশকে নক আউটে তুললেন মেসি, শেষ আটে আর্জেন্টিনার সামনে ভেনেজুয়েলা
জন্মদিনে দেশকে উপহার আর্জেন্টিনা-র অধিনায়ক লিওনেল মেসি-র। গ্রুপ লিগের শেষ ম্যাচের কাতারের বিরুদ্ধে ২-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠল মেসি-র আর্জেন্টিনা।
পোর্তো আলেগ্রে, ২৪ জুন: জন্মদিনে দেশকে উপহার আর্জেন্টিনা (Argentina) -র অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi) -র। গ্রুপ লিগের শেষ ম্যাচের কাতার (Qatar) বিরুদ্ধে ২-০ গোলে জিতে কোপা আমেরিকা (Copa America 2019)-র কোয়ার্টার ফাইনালে উঠল মেসি-র আর্জেন্টিনা। গ্রুপে প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে ০-২ গোলে হার, তারপর প্যারাগুয়ের কাছে ১-১ গোলে ড্রয়ের পর চলতি কোপায় একেবারে বিদায়ের মুখে দাঁড়িয়ে ছিল মেসির দল। কাতারকে তো আজ হারাতে হতই, সঙ্গে প্যারাগুয়েকে অন্য ম্য়াচে হারতে হত। ব্রাজিলে রবিবার রাতে সেটাই হল।
চলতি কোপায় এই প্রথম জয়ের মুখ দেখল আর্জেন্টিনা। অন্য ম্যাচে কলম্বিয়ার কাছে ০-১ গোলে প্যারাগুয়ে হারায় গ্রুপ রানার্স হয় নক আউটে উঠল আর্জেন্টিনা। গ্রুপের তিন ম্যাচে জিতে চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে উঠল কলম্বিয়া। আরও পড়ুন-এক নজরে Copa America 2019 Schedule
শুক্রবার রিও ডি জেনোরিতে হতে চলা কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা খেলবে গ্রুপ এ-র রানার্স ভেনেজুয়েলার সঙ্গে। আজ ঠিক হবে ব্রাজিল, কলম্বিয়া ও পেরুর কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ কে হবে।
এদিন, ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ কাতারের বিরুদ্ধে মোটেও ভাল ফুটবল খেলতে পারেননি মেসিরা। প্রথম ম্য়াচে প্যারাগুয়ের বিরুদ্ধে ০-২ গোলে পিছিয়েও ড্র করে ফেরা কাতারের খেলায় বরং শৃঙ্খলা ধরা পড়ল। তবে কাতারের ফুটবলারদের অনভিজ্ঞতা শেষ অবধি আর্জেন্টিনার মত শক্তিধর প্রতিপক্ষের বিরুদ্ধে বড় ফ্যাক্টার হয়ে দাঁড়াল। ম্যাচের ৪ মিনিটে লাউর্তো মার্টিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। তারপর আর্জেন্টিনার খেলায় হতশ্রী দিক নজরে পড়ে। মেসিও তেমন কিছু করতে পারেননি। এরপর ৮২ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন সার্জিও আগুয়েরো। টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও কাতার অনেক কিছু পজেটিভ নিয়ে ফিরছে।
এক নজরে গ্রুপ বি-র পয়েন্ট তালিকা
১) কাতার (৯ পয়েন্ট), ২) আর্জেন্টিনা (৬ পয়েন্ট), ৩) প্যারাগুয়ে (২ পয়েন্ট), ৪) কাতার (১ পয়েন্ট)
আজ কোপায় গ্রুপের খেলার শেষ ম্য়াচে মুখোমুখি চিলি বনাম উরুগুয়ে। অন্য খেলায় জাপান বনাম ইকুয়েডর। ইকুয়েডরকে হারালেই কোয়ার্টার ফাইনালে উঠে যাবে জাপান। চিলি আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। আজ হারলেও উরুগুয়ের শেষ আটে ওঠার সম্ভাবনা রয়েছে।