Zimbabwe: স্কটল্যান্ডের কাছে হেরে ভারতে বিশ্বকাপে খেলা হচ্ছে না জিম্বাবোয়ের, জোড়া অঘটনের পর খুলছে স্কটিশদের দরজা!
ওয়েস্ট ইন্ডিজের পর এবার জিম্বাবোয়ে। ভিভ-লারাদের পর এবার অ্যান্ডি ফ্লাওয়ার-হিথ স্ট্রিকদের দেশকেও আসন্ন ওয়ানডে বিশ্বকাপে দেখা যাবে না।
ওয়েস্ট ইন্ডিজের পর এবার জিম্বাবোয়ে। ভিভ-লারাদের পর এবার অ্যান্ডি ফ্লাওয়ার-হিথ স্ট্রিকদের দেশকেও আসন্ন ওয়ানডে বিশ্বকাপে দেখা যাবে না। ভারতে বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগটা মাঠেই ফেলে এল জিম্বাবোয়ে। মঙ্গলবার বুলাওয়েতে স্কটল্যান্ডের কাছে ৩১ রানে হেরে বিশ্বকাপের খেলতে পারছে না জিম্বাবোয়ে। স্কটিশদের বিরুদ্ধে রান তাড়া করতে ২৩৫ করলেই বিশ্বকাপে খেলার যোগ্যতা পেয়ে যেত জিম্বাবোয়ে। কিন্তু সিকান্দার রাজা-সিন উইলিয়ামসরা পুরো টুর্নামেন্টে ভাল খেলে আসল সময় চোক করে গেলেন। সুপার সিক্সে তাদের শেষ ম্যাচে ২৩৪ রান তাড়া করতে নেমে আফ্রিকার এই দেশ অল আউট হয়ে গেল ২০৩ রানে।
গ্রুপ লিগে সব ম্যাচ জিতে সুপার সিক্সে শ্রীলঙ্কার পর স্কটল্যান্ডের কাছে হারল জিম্বাবোয়ে। সুপার সিক্সে জিম্বাবোয়ে ৬ পয়েন্টে শেষ করল। আট পয়েন্ট পেয়ে শ্রীলঙ্কা আগেই বিশ্বকাপের মূলপর্বে উঠছে। বাকি একটি দল হিসেবে ভারতে বিশ্বকাপ খেলার ব্যাপারে এখন অনেকটা এগিয়ে গেল স্কটল্য়ান্ড।
দেখুন টুইট
ওয়েস্ট ইন্ডিজের পর জিম্বাবোয়েকে হারিয়ে স্কটল্যান্ড বিশ্বকাপের মূলপর্বে ওঠার পথে। বাছাই পর্বে সুপার সিক্সে তাদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসে হারালেই আট বছর পর ওয়ানডে বিশ্বকাপে খেলবেন স্কটিশরা।
১৯৯৯, ২০০৩- টানা দুটো ওয়ানডে বিশ্বকাপের সুপার সিক্সে খেলা জিম্বাবোয়ে গতবার মানে ২০১৯ বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি। সিকান্দারা রাজারা এবার তাদের দেশকে স্বপ্ন দেখিয়েছিলেন অন্ধকার দিন সরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দারুণভাবে ফিরে আসার। গত বছর অস্ট্রেলিয়াকেও হারিয়েছিল জিম্বাবোয়ে। কিন্তু স্কটিশদের কাছে হেরে ফের অন্ধকারে যাওয়ার পথে জিম্বাবোয়ে।