Saud Sakeel: অবিশ্বাস্য ঐতিহাসিক ডবল সেঞ্চুরি পাক ব্যাটার সাউদ শাকিলের, ব্যাটিং গড় এখন ৯৮
কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে পাকিস্তানের ব্যাটার সাউদ শাকিল ২০৮ রানের অপরাজিত যে ইনিংসটা খেললেন তা ব্য়াখা করা কঠিন।
একেবারে অবিশ্বাস্য ব্য়াটিং। সাম্প্রতিককালে এটাই পাকিস্তানের কোনও ব্যাটারের সেরা ইনিংস হিসেবে ধরা হচ্ছে। গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসের তৃতীয় দিনে পাকিস্তানের ব্যাটার সাউদ শাকিল ২০৮ রানের অপরাজিত যে ইনিংসটা খেললেন তা ব্য়াখা করা কঠিন। শাকিল যখন ক্রিজে নামেন তখন দলের স্কোর ৭৩ রানে ৪ উইকেট। আর যখন অপরাজিত অবস্থায় মাঠ ছাড়লেন দলের রান তখন ৪৬১। ১০১ রানের মধ্যে শাকিল ছাড়া পাকিস্তান দলের সব স্পোশালিস্ট ব্য়াটারদের হারিয়েছিল। এমনকী দারুণ খেলা আঘা সলমন যখন আউট হন তখন পাকিস্তানের স্কোর ছিল ৬ উইকেটে ২৭৮ রান। শাকিলের ইনিংসকে এই জন্যই পাকিস্তানের কোনও ব্যাটারের খেলা অন্যতম সেরা টেস্ট ইনিংস হিসেবে ধরা হচ্ছে। গতকাল, গল টেস্টের দ্বিতীয় দিনের শেষে ৬৯ রানে অপরাজিত ছিলেন শাকিল।
অধিনায়ক বাবর আজম সহ পাকিস্তানের সেরা চার ব্যাটার ফিরে গিয়েছেন, পিচের অবস্থাও খারাপ। সেই প্রতিকুল অবস্থায় নেমে শাকিল খেলে দিলেন অবিশ্বাস্য ইনিংস। ৪ উইকেটে ৭৩ রান থেকে পাকিস্তান প্রথম ইনিংসে করল ৪৬১ রান। শাকিলের অবিশ্বাস্য ইনিংসে প্রথম ইনিংসে পাকিস্তানের লিড দাঁড়াল ১৪৯ রানের। অথচ একটা সময় মনে হচ্ছিল শ্রীলঙ্কা ভদ্রস্থ রানের লিড পাবে।
দেখুন টুইট
প্রথমে আঘা সলমন (৮৩), তারপর টেলেন্ডারদের নিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে পাকিস্তানের প্রথম ব্য়াটার হিসেবে সেঞ্চুরি করলেন করাচির ২৭ বছরের বাঁ হাতি মিডল অর্ডার ব্য়াটার। জীবনের ৬ নম্বর টেস্টে নেমে শাকিলের এখন একটি ডবল সেঞ্চুরি সহ দুটি সেঞ্চুরি, ৫টি হাফ সেঞ্চুরি। ব্যাটিং গড় ৯৮.৫০।