Rohit Sharma's Pet Dog Passes Away: সদ্য প্রয়াত পোষ্য কুকুরকে হাফ সেঞ্চুরি উৎসর্গ রোহিতের

গুয়াহাটি ওয়ানডে-তে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেললেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা।

Rohit Sharma. (Photo Credits: Twitter)

গুয়াহাটি ওয়ানডে-তে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেললেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। প্রথমে ব্যাট করতে নেমে রোহিত ৬৭ বলে ৮৩ রানের অনবদ্য ইনিংস খেললেন। রোহিতের ইনিংস সাজানো ছিল ৩টি ওভার বাউন্ডারি ও ৯টি বাউন্ডারিতে। ওয়ানডে-তে রোহিতের এটি ৪৭তম হাফ সেঞ্চুরি।

৪১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর রোহিত আকাশের দিকে তাকিয়ে তাঁর ইনিংসটা উৎসর্গ করেন গতকাল, সোমবার প্রয়াত তাঁর প্রিয় পোষ্য কুকুরকে। আরও পড়ুন- সেঞ্চুরি করেও বাদ সূর্য, ডবল সেঞ্চুরি করেও নেই ইশান

দেখুন ভিডিয়ো

শুভমন গিলের সঙ্গে ওপেনিং জুটিতে রোহিত যোগ করেন ১৪৩ রান। এরপর বিরাট কোহলির সঙ্গে জুটিতে নিজের ৩০তম ওয়ানডে সেঞ্চুরিটা নিশ্চিত করার দিকেই এগোচ্ছিলেন হিটম্যান। কিন্তু লঙ্কান বাঁ হাতি পেসার দিলশান মাদুশঙ্কার বলে বোল্ড হয়ে যান রোহিত। রোহিতের তাঁর এই হাফ সেঞ্চুরিটা উৎসর্গ করেন গতকাল, সোমবার প্রয়াত তাঁর প্রিয় পোষ্য কুকুরকে।

দেখুন রোহিত-ঋতিকার প্রি পোষ্য কুকুরকে

 

View this post on Instagram

 

A post shared by Ritika Sajdeh (@ritssajdeh)

প্রিয় পোষ্যর মৃত্যু নিয়ে শোকপ্রকাশ করে ইনস্টাগ্রামে রোহিত শর্মার স্ত্রী ঋতিকা লেখেন, আমাদের জীবনের একটা খুব কঠিন দিন। আমরা হারালাম আমাদের জীবনের ভালবাসাকে। আমার প্রথম ভালবাসা, আমার প্রথম শিশুকে।" ঋতিকার পোস্ট দেখেই বোঝা যাচ্ছিল পোষ্যটিকে কতটা ভালবাসতেন। রোহিতও সেটাই বোঝালেন।