Rishabh Pant on Twitter: ভয়াবহ দুর্ঘটনার পর প্রথম টুইটে শারীরিক অবস্থা নিয়ে কী লিখলেন পন্থ
দিল্লি থেকে উত্তরাখণ্ডে যাওয়ার পথে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার মুখে পড়েন ভারতের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ।
দিল্লি থেকে উত্তরাখণ্ডে যাওয়ার পথে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার মুখে পড়েন ভারতের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant)। দেরাদুনের ম্যাক্স হাসপাতালে আইসিইউ-তে চিকিতসায় বেঁচে ফেরার পর পন্থকে মুম্বইয়ে নিয়ে আসে বিসিসিআই। দুর্ঘটনার ১৮ দিন পর সোশ্যাল মিডিয়ায় প্রথম পোস্ট করলেন পন্থ। দিল্লি থেকে উত্তরাখণ্ডে যাওয়ার পথে রুরকির নরসান সীমান্তে এক ডিভাইডারের সঙ্গে সংঘর্ষে আহত হন ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant)।
টুইটারে ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার লিখলেন, " সবার সমর্থন ও শুভেচ্ছা পেয়ে আমি আপ্লুত। সবাইকে আনন্দের সঙ্গে জানাচ্ছি আমার অপারেশন সফল হয়েছে। সেরে ওঠার সফর শুরু হয়েছে এবং আগামীর চ্য়ালেঞ্জ নিতে আমি তৈরি।" বিসিসিআই, বোর্ড সচিব জয় শাহ ও সরকারী কর্তৃপক্ষকে পাশে থাকায় ধন্যবাদও জানিয়েছেন পন্থ। আরও পড়ুন- যৌন কেলেঙ্কারিতে জড়ালেন পাক অধিনায়ক বাবর আজম
দেখুন পন্থের টুইট
গত ৩০ ডিসেম্বর দিল্লি থেকে উত্তরাখণ্ডে তাঁর বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মারাত্মক জখম হন পন্থ। রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে কিছুটা ছিটকে গিয়ে পড়ছিল তাঁর গাড়ি। এরপর সেটিতে আগুন ধরে যায়। পন্থ কোনওরকমে দরজার কাঁচ ভেঙে বাইরে বেরিয়ে আসেন। তাঁকে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। পন্থের গাড়িটা মাত্র ৬ মিনিটে পুরো আগুনে ভষ্মীভূত হয়ে যায়। পরে দেখা যায় গাড়ির সামনেটা পুরো দুমড়ে গেছে।
দিল্লি থেকে উত্তরাখণ্ডে যাওয়ার পথে রুরকির নরসান সীমান্তে এক ডিভাইডারের সঙ্গে সংঘর্ষে আহত হন ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant)। তিনি ক্রিসমাসের জন্য দুবাই ছিলেন এবং রুরকিতে বাড়ি ফিরছিলেন যখন তাঁর গাড়িটি দুর্ঘটনায় পড়ে। ঘটনাটি ঘটেছে ভোর সাড়ে পাঁচটা নাগাদ। ঋষভ পন্থের গাড়িতে আগুন ধরে যায় এবং পালানোর জন্য একটি জানালা ভাঙতে হয় তাঁকে।