Rishabh Pant Car Accident: গাড়ি চালাতে গিয়ে ঘুমে চোখ লাগে ঋষভ পন্তের, তারপরের দুর্ঘটনা
নয়া দিল্লি, ৩০ ডিসেম্বরঃ শুক্রবার, ৩০ ডিসেম্বর ভোররাতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন তারকা ক্রিকেটর ঋষভ পন্ত (Rishabh Pant Car Accident)। উত্তরাখণ্ড-দিল্লি রোডে ভোর ৫ টা ৩০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় হরিদ্বার পুলিশ। তড়িঘড়ি আহত ঋষভ পন্তকে নিয়ে যাওয়া হয় রুরকির হাসপাতালে। সেখান থেকে তাঁকে পাঠানো হয় দেহরাদুন হাসপাতালে। গুরুতর আহত হয়েছেন পন্ত (Rishabh Pant)।
আরও পড়ুনঃ রেলের নজরে ঋষভ পন্তের বাড়ি, জমি দখলে তৎপর উত্তরাখণ্ড সরকার
হরিদ্বার পুলিশ সূত্রে খবর, এদিন জাতীয় সড়ক ধরে রুরকির (Roorkee) উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ভারতীয় ক্রিকেতার। পন্তের আদি বাড়ি উত্তরাখণ্ডের রুরকিতে (Uttarakhand, Roorkee)। সেখানেই কিছু আত্মীয়ের সঙ্গে দেখা কারতে যাচ্ছিলেন তিনি। কিন্তু যাওয়ার পথে দুর্ঘটনা। গুরুতর আহত হয়ে ঋষভের চিকিৎসা চলছে দেহরাদুন হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, প্রয়োজনে ঋষভকে চিকিৎসার জন্যে দিল্লিতে স্থানান্তরিত করতে হতে পারে।
এদিন গাড়িতে একাই ছিলেন ঋষভ (Rishabh Pant)। নিজে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন রুরকি। কিন্তু ভোরের দিকে গাড়ি চালানোর সময়ে ঘুমে চোখ লেগে আসে তাঁর। আর সেই সময়েই রুরকি থেকে ১ কিলোমিটার দূরে নরসন সীমান্তে এক ডিভাইডারে সজোরে এসে ধাক্কা মারে ঋষভের গাড়ি (Rishabh Pant Car Accident)। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় গাড়িতে। প্রাণে বাঁচতে কোন রকমে গাড়ির একটি জানলা ভেঙে বেরিয়ে আসেন তিনি।