IPL 2022: পাঁচ ম্যাচ পর জয় পেল কলকাতা, RR-এ বধ RR, শ্রেয়সদের এবার চাই চারে চার
চলতি আইপিএলে টানা পাঁচ ম্যাচে হারের পর অবশেষে জয়ের মুখ দেখল কলকাতা নাইট রাইডার্স। সোমবার ওয়াংখেড়েতে শক্তিশালী রাজস্থান রয়্যালসকে হারিয়ে চলতি আইপিএলে তাদের চতুর্থ জয়টা ছিনিয়ে প্লে অফে ওঠার রাস্তা খোলা রাখল কেকেআর।
মুম্বই, ২ মে: চলতি আইপিএলে টানা পাঁচ ম্যাচে হারের পর অবশেষে জয়ের মুখ দেখল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। সোমবার ওয়াংখেড়েতে শক্তিশালী রাজস্থান রয়্যালসকে হারিয়ে চলতি আইপিএলে তাদের চতুর্থ জয়টা ছিনিয়ে প্লে অফে ওঠার রাস্তা খোলা রাখল কেকেআর। রাজস্থানের ১৫২ রান তাড়া করতে নেমে পাঁচ বল বাকি থাকতে ৭ উইকেটে জিতল কলকাতা। রান তাড়া করতে নেমে ৩২ রানের মধ্যে দলের দুই ওপেনার- বাবা ইন্দ্রজিত (১৫) ও অ্যারন ফিঞ্চ (৪)-এর উইকেট হারিয়েও কেকেআর-এর জয় সহজেই এল। কেকেআর-এর জয়ে বড় ভূমিকা নিলেন নীতীশ রানা (৩৭ বলে ৪৮ রান অপরাজিত) ওরিঙ্কু সিং।
প্রথমে অধিনায়ক শ্রেয়স আইয়ার (৩৪), তারপর তৃতীয় উইকেটে রিঙ্কু সিংকে নিয়ে অনবদ্য খেলে দলকে জিতিয়ে আনলেন রানা। শ্রেয়স আউট হয়ে যাওয়ার পর রানা-রিঙ্কু জুটি অবিচ্ছেদ্য ৬৬ রান যোগ করেন। ২৩ বলে অপরাজিত ৪২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন রিঙ্কু। তার মানে RR (Rajhantahn Royalas)-কে বধ করলেন RR (রানা-রিঙ্কু)। ম্যাচের সেরা নির্বাচিত হলেন রিঙ্কু সিং। আরও পড়ুন: গত সপ্তাহের চেয়ে বাড়ল আইপিএলের টিভি রেটিং
দীর্ঘদিন বাদে রিঙ্কু প্রমাণ করলেন কেন তাঁকে বারবার সুযোগ দিয়েছে শাহরুখ খানের দল। এই ম্যাচে রাজস্থানের দুই তারকা স্পিনার রবীচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহাল পুরো ফ্লপ করেন। অশ্বিন-চাহালের আট ওভারে কেকেআর ব্যাটসম্যানরা নেন ৬৪ রান। কোনও উইকেটই পাননি দু জনে। এখানেই বড় ফারাক গড়ে যায়।
চলতি আইপিএলে এর মধ্যেই তিনটি সেঞ্চুরি করে ফেলা জোস বাটলার (২৫ বলে ২২) এদিন তেমন কিছু করতে পারেননি। বাটলারকে আউট করেন টিম সাউদি। তবে রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন ৪৯ বলে ৫৪ রানের ভাল ইনিংস খেলেন। শেষের দিকে শেমরন হেটমায়ার (১৩ বলে অপরাজিত ২৭) ভাল খেলেন। নারিন কোনও উইকেট না পেলেও ৪ ওভারে দেন মাত্র ১৯ রান। সাউদি ৪৬ রান দিয়ে দুটি উইকে নেন। কেকেআর-এর তারকা পেসার উমেশ যাদব (১/২৪) ভাল বোলিং করেন। চলতি আইপিএলে রাউন্ড রবীন লিগে কলকাতার আর চারটি ম্যাচ খেলা বাকি থাকল- লখনৌ (৭ মে), মুম্বই (৯ মে), হায়দরাবাদ (১৪ মে), লখনৌ (১৮ মে)।