Rinku Singh ODI Debut: এবার ওয়ানডে-তে অভিষেক রিঙ্কু সিংয়ের
টি-২০-তে অসাধারণ পারফরম্যান্স করার পর এবার দেশের ওয়ানডে ফর্ম্যাটের ক্রিকেট দলে জায়গা করে নিলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা রিঙ্কু সিং। শ্রেয়স আইয়ার টেস্ট দলের সঙ্গে যোগ দেওয়ায় চলতি ওয়ানডে সিরিজে আর খেলবেন না। শ্রেয়সের পরিবর্তে ওয়ানডে-তে প্রথমবার দেশের হয়ে খেলার সুযোগ পেলেন রিঙ্কু। ১২টি আন্তর্জাতিক টি-২০ খেলার পর ওয়ানডে দলে জায়াগ হল উত্তরপ্রদেশের ২৬ বছরের বাঁ হাতি মিডল অর্ডার এই ব্য়াটারের।
মঙ্গলবার পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে রিঙ্কুকে প্রথম একাদশে জায়গা দিলেন অধিনায়ক কেএল রাহুল। তিন ম্যাচের সিরিজে টিম ইন্ডিয়া এগিয়ে ১-০। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডন মার্করাম। ভারতের প্রথম একাদশে শুধু একটাই পরিবর্তন-শ্রেয়সের পরিবর্তে খেলছেন রিঙ্কু। সিরিজের প্রথম ওয়ানডে-তে দক্ষিণ আফ্রিকা মাত্র ১১৬ রানে অল আউট হয়ে য়ায়। ভারত অনায়াসে ৮ উইকেটে প্রথম ওয়ানডে-তে জিতে যায়।
দেখুন ছবিতে
ভারতের প্রথম একাদশ
রুতুরাজ গায়কোয়েড়, সাই সুদর্শন, তিলক ভর্মা, কেএল রাহুল (অধিনায়ক, উইকেটকিপার), সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, আবেশ খান, মুকেশ কুমার।