Real Madrid: লা লিগায় খেতাব জিতে রিয়ালের চোখ এবার চ্যাম্পিয়ন্স লিগে

চলতি মরসুমে লা লিগায় খেতাব জিতল রিয়াল মাদ্রিদ। গতকাল ঘরের মাঠ স্যান্টিয়াগো বার্নাবিউতে এস্পানিয়োলকে ৪-০ গোলে হারিয়ে চার ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হল রিয়াল

Barcelona vs Real Madrid (Photo Credits: Twitter)

মাদ্রিদ, ১ মে: চলতি মরসুমে লা লিগায় খেতাব জিতল রিয়াল মাদ্রিদ। গতকাল ঘরের মাঠ স্যান্টিয়াগো বার্নাবিউতে এস্পানিয়োলকে ৪-০ গোলে হারিয়ে চার ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হল রিয়াল। লা লিগায় পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সেভিয়া (৩৪ ম্যাচে ৬১), তৃতীয় স্থানে থাকা বার্সালোনা (৩৩ ম্যাচে ৬৩)-রা ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে রিয়াল (৩৪ ম্যাচে ৮১)। চলতি মরসুমে লা লিগায় ৩৪টা ম্যাচের মধ্যে জেতে ২৫টি-তে, হার ৩টি-তে, ড্র ৬টি-তে।

এক বছরের ব্যবধানে ফের লা লিগায় খেতাব জিতল রিয়াল। গতবার লা লিগায় চ্যাম্পিয়ন হয়েছিল অ্যাথলেটিকো মাদ্রিদ, রানার্স হয়েছিল রিয়াল।  রিয়াল এবার নিয়ে মোট ৩৫তম খেতাব জিতল। লা লিগায় জয়ের পর এবার রিয়ালের চোখে চ্যাম্পিয়ন্স লিগে।

দেখুন লা লিগা খেতাব জয়ের পর রিয়াল মাদ্রিদের সমর্থকদের উচ্ছ্বাস

সেমিফাইনালে প্রথম লেগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ২-৩ গোলে হারের পর, আগামী বুধবার ঘরের মাঠে সিটির বিরুদ্ধে নামবে রিয়াল মাদ্রিদ।