Ravindra Jadeja: চোট সারিয়ে ফিরে দুটো টেস্টে নিলেন ১৭ উইকেট! জোড়া ম্যাচ সেরার পুরস্কারে জাদেজা কামব্যাক কিং
পাঁচ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে রবীন্দ্র জাদেজার অবিশ্বাস্য পারফরম্যান্স। নাগপুরের পর দিল্লিতেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টে জাদেজা জিতে নিলেন ম্যাচ সেরার পুরস্কার।
পাঁচ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে রবীন্দ্র জাদেজার অবিশ্বাস্য পারফরম্যান্স। নাগপুরের পর দিল্লিতেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টে জাদেজা জিতে নিলেন ম্যাচ সেরার পুরস্কার। রবিবার কোটলায় টেস্টের তৃতীয় দিনে জাদেজার অবিশ্বাস্য স্পেলে ভর করে জিতে ভারত সিরিজে ২-০ এগিয়ে গেল। কোটলায় দ্বিতীয় ইনিংসে জাদেজা ৪২ রান দিয়ে নিলেন সাত উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই জাদেজার সেরা বোলিং স্পেল। পাশাপাশি কোটলায় গুরুত্বপূর্ণ সময়ে প্রথম ইনিংসে ব্যাট হাতে করেন ২৬ রান, নাগপুরে করেছিলেন গুরুত্বপূর্ণ ৭০ রান। ব্যাটে বলে একেবারে অবিশ্বাস্য পারফরম্যান্স করছেন জাদেজা।
কোটলায় প্রথম ইনিংসে জাড্ডু নিয়েছিলেন তিনটি উইকেট। নাগপুর টেস্টে প্রথম ইনিংসে জাদেজা নিয়েছিলেন ৪৭ রানে ৫ উইকেট, আর দ্বিতীয়টিতে নিয়েছিলেন ২টি। সব মিলিয়ে চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে সৌরাষ্ট্রের মহাতারকা স্পিনার অলরাউন্ডার ১৭টি উইকেট নিয়ে নিলেন। জাদেজার ঘূর্ণিতে চোখে সর্ষেফুল দেখছেন স্টিভ স্মিথরা। চোটের পর ফিরে এসে জাদেজার বল যেন আরও ঘাতক হয়ে উঠেছে। আরও পড়ুন-নিউজিল্যান্ডে ১৫ বছরের খরা কাটিয়ে ২৬৭ রানের জয় ইংল্যান্ডের
রবিবার কোটলায় জাদেজা আউট করেন মার্নস লাবুসচানে (৩৫), ম্যাট রেনশ (২), আলেক্স কারি (৭), প্যাট কামিন্স (০), ন্যাথান লিঁয় (৮), ম্যাথু কুহেনম্যান (০)-কে। জাড্ডুর ঘূর্ণিতেই ৩ উইকেটে ৯৫ থেকে অজিদের দ্বিতীয় ইনিংস শেষ হয় মাত্র ১১৩ রানে। এদিন অজিরা ৯ উইকেট হারিয়ে করে মাত্র ৫২ রান।
দেখুন ছবিতে
গত বছর সেপ্টেম্বরে এশিয়া কাপ টি-২০ চলাকালীন চোট পান জাদেজা। যে কারণে টি-২০ বিশ্বকাপে জাদেজাকে পাইনি ভারত। এর মাঝে নিজের স্ত্রী-কে গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপি-র টিকিটে জেতান জাড্ডু। মাঠে ফেরেন রঞ্জি ট্রফির সেমিফাইনালে কর্ণাটকের বিরুদ্ধে। মায়াঙ্ক আগরওয়ালদের বিরুদ্ধে রঞ্জি সেমিতে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নিয়েছিলেন জাড্ডু।