Rahmanullah Gurbaz: মেঘলা মায়াবী ইডেনে কাবলিওয়ালার দেশের গুরবাজের ঝড়, কলকাতার ১৭৯ রান

শনিবার বিকেলে মেঘলা আকাশের নিচে ইডেন গার্ডেন্সে ঝড় তুললেন আফগানিস্তানের রহমুনল্লা গুরবাজ। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ওপেন করতে নেমে গুরবাজ ৩৯ বলে ৮১ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন।

Rahmanullah Gurbaz. (Photo Credits: Twitter)

কলকাতা, ২৯ এপ্রিল: শনিবার বিকেলে মেঘলা আকাশের নিচে ইডেন গার্ডেন্সে ঝড় তুললেন আফগানিস্তানের রহমুনল্লা গুরবাজ (Rahmanullah Gurbaz)। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ওপেন করতে নেমে গুরবাজ ৩৯ বলে ৮১ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন। গুরবাজ মারলেন ৭টা বিশাল ওভার বাউন্ডারি আর ৫টি বাউন্ডারি। নির্ধারিত ২০ ওভারে কলকাতা ৭ উইকেট হারিয়ে করল ১৭৯ রান। যে পিচে নীতীশ রানা, ভেঙ্কটেশ আইয়াররা শট খেলতে সমস্য়ায় পড়লেন, সেইখানেই বলে বলে ২১ বছরের আফগান কিপার-ব্য়াটার ছক্কা হাঁকালেন। এবার আইপিএল নিলামের আগে গুজরাট টাইটান্সের থেকে মাত্র ৫০ লক্ষ টাকায় গুরবাজকে দলে নিয়েছিল কলকাতা। পুরনো ফ্র্য়াঞ্চাইজির বিরুদ্ধে জ্বলে উঠলেন কাবলিওয়ালার দেশের ক্রিকেটার। রশিদ খানের পর আইপিএলে জন্ম নিল আরও এক আফগান হিরো।

তাঁর দেশের দুই সেরা স্পিনার রশিদ খান ও নুর আহমেদকে দাঁড়াতেই দিচ্ছিলেন না। গুরবাজ যতক্ষণ ক্রিজে ছিলেন মনে হচ্ছিল কলকাতার রান দুশো ছাড়িয়ে যাবে। কিন্তু নুরের বলে রশিদের হাতে ক্যাচ দিয়ে গুরবাজ আউট হওয়ার পর, কেকেআর-এর রানের গতি অনেকটাই কে যায়। তবে শেষের দিকে বার্থ ডে বয় আন্দ্রে রাসেল ১৯ বলে ৩৪ রানের ইনিংস খেলে দলের রানকে ১৭৯-তে নিয়ে যান। দারুণ বল করেন গুজরাটের পেসার মহম্মদ সামি, আইরিশ পেসার জোশ লিটল ও আফগান স্পিনার নুর আহমেদ। প্রিয় ইডেনে সামি ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন, নুর ও লিটল যথাক্রমে ২১ ও ২৫ রান দিয়ে ২টি করে উইকেট দেন। শততম আইপিএল ম্যাচ খেলতে নেমে রশিদ খান ৪ ওভার ৫৪ রান দিয়ে কোনও উইকেট পেলেন না। গত গুজরাট ম্যাচে শেষ ওভারে ৫ বলে ৫টা ছক্কা হাঁকান রিঙ্কু সিং এদিন ইডেনে ২০ বলে ১৯ রান করেন। আরও পড়ুন-কাউন্টিতে ফের দুরন্ত সেঞ্চুরি পূজারার, বিশ্ব টেস্ট ফাইনালের আগে দুরন্ত ফর্মে

দেখুন টুইট

দেখুন টুইট

জেসন রয় চোট পাওয়ায় তাঁর পরিবর্তে খেলতে নেমে গুরবাজ দুরন্ত ইনিংস খেললেন। চলতি মরসুমে বারবার ব্যর্থ হওয়ায় বাদ পড়া গুরবাজ যেন ধরেই নিয়েছিলেন আজ তাঁকে সেরাটা দিতেই হবে। বৃষ্টির কারণে এদিন খেলা শুরু হতে মিনিট ৪৫ দেরি হয়। তবে তার জন্য কোনও ওভার কাটা যায়নি। দু দলই পুরো ২০ ওভার করে খেলে।