Quinton de Kock Retirement: ভারতে বিশ্বকাপ খেলেই ওয়ানডে থেকে অবসর নিচ্ছেন কুইন্টন ডি কক, চুটিয়ে খেলতে চান আইপিএল

বছর দুয়েক আগে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন। এবার ঘোষণা করলেন বিশ্বকাপের পরেই আর খেলবেন না ওয়ান-ডে ফর্ম্য়াটের ক্রিকেট।

বছর দুয়েক আগে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন। এবার ঘোষণা করলেন বিশ্বকাপের পরেই আর খেলবেন না ওয়ান-ডে ফর্ম্য়াটের ক্রিকেট। দক্ষিণ আফ্রিকার তারকা উইকেটকিপার-ব্য়াটার কুইন্টন ডি'কক ফ্র্য়াঞ্চাইজি ক্রিকেটে মন দিতে চান বলে এবার ওয়ানডে থেকেও অবসর নিয়ে নিচ্ছেন। আজ, মঙ্গলবার বিশ্বকাপের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। বাভুমার নেতৃত্বে বিশ্বকাপ খেলতে বিশ্বকাপে আসছেন ডি কক। কিন্তু এরপর তিনি আর ৫০ ওভারের ক্রিকেটে খেলবে না।

২০১৩ সালে ২০ বছর বয়েসে দেশের হয়ে ওয়ানডে অভিষেক হয়েছিল তাঁর। এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জার্সিতে ১৪০টি ওয়ানডে খেলে ৬ হাজারের কাছাকাছি রান করেছেন। ৩০ বছরের ডি-ককের মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি আছে। কিন্তু তিনি আর দেশের হয়ে টেস্ট, ওয়ানডে নয়, শুধু টি-২০ আন্তর্জাতিক আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই খেলতেই চান। আরও পড়ুন- বিশ্বকাপের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

দেখুন টুইট

মার্ক বাউচারের পর দক্ষিণ আফ্রিকার সবচেয়ে প্রতিশ্রুতিমান উইকেটকিপার-ব্য়াটার হিসেবে উঠে এসে ডি কক আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কিছু স্মরণীয় ইনিংস খেলেন। কিন্তু দেশের ক্রিকেটে ঘোর দুর্দিনের সময় তিনি সরে দাঁড়াচ্ছেন।