PV Sindhu get Married: গাঁটছড়া বাঁধতে চলেছেন পিভি সিন্ধু! জেনে নিন হবু স্বামী ভেঙ্কট দত্ত সাই কে?
পিভি সিন্ধু বিশ্বের সবচেয়ে বেশি আয় করা মহিলা একজন খেলোয়াড়।
নয়াদিল্লি: অলিম্পিক পদকজয়ী ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন পিভি সিন্ধু (PV Sindhu) গাঁটছড়া বাঁধতে চলেছেন। ডিসেম্বর মাসে তিনি ভেঙ্কট দত্ত সাইকে (Venkata Datta Sai) বিয়ে করতে চলেছেন। ভেঙ্কট দত্ত সাই পোসইডেক্স টেকনোলজিসের নির্বাহী পরিচালক। সিন্ধুর বাবা পিভি রমনা জানিয়েছেন, ‘দুই পরিবারই একে অপরকে চিনতেন, তবে এক মাস আগে বিয়ের বিষয়ে সবকিছু ঠিক করা হয়েছে। আগামী ২২ ডিসেম্বর উদয়পুরে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং ২৪ ডিসেম্বর হায়দরাবাদে রিসেপশন হবে।’
সম্প্রতি লখনউতে অনুষ্ঠিত সৈয়দ মোদী ইন্টারন্যাশনাল-এ খেতাব জিতেছেন পিভি সিন্ধু। ২০১৯ সালে তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা সহ মোট ৬টি পদক জিতেছিলেন। রিও ও টোকিও অলিম্পিকেও পদক জিতেছেন সিন্ধু। পিভি সিন্ধু বিশ্বের সবচেয়ে বেশি আয় করা মহিলা একজন খেলোয়াড়।
ভেঙ্কট দত্ত সাই কে? (Who is Venkata Datta Sai ?)
ভেঙ্কট দত্ত সাই ফাউন্ডেশন অফ লিবারেল অ্যান্ড ম্যানেজমেন্ট এডুকেশন থেকে লিবারেল আর্টস অ্যান্ড সায়েন্সেস/লিবারেল স্টাডিজে ডিপ্লোমা করেছেন। তিনি ২০১৮ সালে ফ্লেম ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে বিবিএ অ্যাকাউন্টিং এবং ফিন্যান্স সম্পন্ন করেন। এর পরে তিনি ব্যাঙ্গালোরের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি থেকে ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর দত্ত সাই JSW-এ ইন্টার্ন এবং ইন-হাউস পরামর্শক হিসাবে কাজ করেছিলেন। ২০১৯ সাল থেকে ভেঙ্কট দত্ত সাই সোর অ্যাপল অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পসিডেক্স-এ নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।