Prabath Jayasuriya: টেস্টের ইতিহাসে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার নজির গড়লেন শ্রীলঙ্কার প্রভাত জয়সূর্য
বড় নজির গড়লেন শ্রীলঙ্কার স্পিনার প্রভাত জয়সূর্য (Prabath Jayasuriya)। টেস্ট ক্রিকেটের ইতিহাসে স্পিনার হিসেবে দ্রুততম ৫০টি উইকেট নেওয়ার নজির গড়লেন জয়সূর্য।
গল, ২৮ এপ্রিল: বড় নজির গড়লেন শ্রীলঙ্কার স্পিনার প্রভাত জয়সূর্য (Prabath Jayasuriya)। টেস্ট ক্রিকেটের ইতিহাসে স্পিনার হিসেবে দ্রুততম ৫০টি উইকেট নেওয়ার নজির গড়লেন জয়সূর্য। মাত্র ৭টা টেস্টে খেলে ১১টা ইনিংসে বল করে ২২.৫০ গড়ে ৫০ উইকেটের মাইলস্টোনে পৌঁছলেন জয়সূর্য। পাশাপাশি টেস্টের ইতিহাসে ইনিংসের বিচারে যুগ্মভাবে দ্রুততম ৫০টি উইকেট নেওয়ার নজির গড়লন মুত্তিয়া মুরলীধরনের দেশের ৩১ বছরের স্পিনার।
গত বছর গলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে অভিষেকের পরই জয়সূর্য উইকেট নিয়েই চলেছেন। শুক্রবার, আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের শেষ দিনে খেলার শুরুতে আইরিশ ব্যাটার পল স্টার্লিংকে আউট করে তাঁর টেস্টে কেরিয়ারে ৫০ উইকেটের মাইলস্টোন গড়েন তিনি। এই টেস্টের প্রথম ইনিংসে তিনি ১৭৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন। আরও পড়ুন-ফকর জামানের শতরানের সুবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে জয় পাকিস্তানের
দেখুন টুইট
টেস্টের ইতিহাসে দ্রুততম ৫০ উইকেটের রেকর্ড আছে অস্ট্রেলিয়ার পেসার চার্লস থমাস টার্নারের। ১৮৮৭-৮৮ সালে মাত্র ৬টা টেস্ট খেলে ১১টা ইনিংসে বল করে এই নজির গড়েছিলেন টার্নার। লঙ্কান স্পিনার প্রভাত জয়সূর্য তাঁর চেয়ে একটা ম্যাচ বেশী খেললেও সম সংখ্যক ইনিংসে দ্রুততম ৫০-এ পৌঁছলেন। জয়সূর্য এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোট ২১টি, পাকিস্তানের বিরুদ্ধে ৮টি, নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৪টি ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২৬টি উইকেট নিয়েছেন। তার খেলা ৭টি টেস্টের মধ্যে ৫টিই নিজের দেশের মাঠ গলে, বাকি দুটি নিউ জিল্যান্ডে।