Portugal vs Slovenia UEFA Euro 2024: স্লোভেনিয়াকে টাইব্রেকারে হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে পর্তুগাল, ম্যাচের নায়ক গোলরক্ষক দিয়োগো কোস্তা
৯০ মিনিট পর্যন্ত খেলার ফল 0-0 থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি পায় পর্তুগাল। তবে পেনাল্টি নিতে এসে ব্যর্থ হন রোনাল্ডো। পেনাল্টি মিস করার পর কাঁদতে দেখা যায় রোনাল্ডোকে।
পর্তুগিজ গোলরক্ষক দিয়োগো কোস্তা-র হাতে আটকে গেল স্লোভেনিয়া।টাইব্রেকারে ৩-০ ব্যবধানে হারিয়ে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল।কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে তাঁরা। জয় আসলেও পর্তুগালকে চেনা ছন্দে দেখা যায়নি। আক্রমণে উঠলেও স্লোভেনিয়ার জমাট রক্ষণে বারবার প্রতিহত হয়ে ফিরে আসতে হচ্ছিল তাঁদের। ৭ মিনিটে রাফায়েল লিয়াওয়ের পাস থেকে গোলের সুযোগ এসে গিয়েছিল সিআর৭-এর কাছে। কোনও মতে বাঁচান স্লোভেনিয়ার ডিফেন্ডার।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে পর্তুগালের দাপট ছিল বেশি। তবে পাল্লা দিয়ে আক্রমণ শানিয়েছে স্লোভেনিয়াও। পর্তুগাল একবার আক্রমণে উঠলে পর মুহূর্তেই স্লোভেনিয়াকে দেখা যাচ্ছিল পর্তুগাল বক্সে। ৫৪ মিনিটে ভালো জায়গায় একটি ফ্রিকিক পেয়েছিল পর্তুগাল। কিন্তু রোনাল্ডোর শট স্লোভেনিয়ার গোলকিপার ওবলাক ফিস্ট করে বার করে দেন। রোনাল্ডোর আরও একটি ফ্রি-কিক ওবলাকের গায়ে ধাক্কা খায়। ৯০ মিনিট পর্যন্ত খেলার ফল 0-0 থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি পায় পর্তুগাল। তবে পেনাল্টি নিতে এসে ব্যর্থ হন রোনাল্ডো। পেনাল্টি মিস করার পর কাঁদতে দেখা যায় রোনাল্ডোকে। অতিরিক্ত সময়েও গোল না হওয়ায় খেলা গড়ায় পেনাল্টি শুটে।
টাইব্রেকারে আর ভুল করেননি রোনাল্ডো।এরপর টাইব্রেকারে গোল করেন ব্রুনো ফার্নান্ডেস এবং বার্নার্ডো সিলভাও। তবে সোমবার ফ্রাঙ্কফুর্টে পর্তুগালের জয়ের নায়ক গোলকিপার দিয়োগো কোস্তা। টাইব্রেকারে তাঁর তিনটি সেভ জয় এনে দেয় পর্তুগালকে। টাইব্রেকারে ৩-০ ব্যবধানে জিতে কোয়ার্টারের টিকিট কনফার্ম করল তাঁরা।