IPL Auction 2025 Live

Team India All the Way: রোহিতদের জয়ে শুভেচ্ছা মোদী-শাহর, পাক বধের খুশিতে মাতোয়ারা দেশ

শনিবার বিশ্বকাপের মহাদ্বৈরথে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোহিত শর্মারা অনায়াসে ৭ উইকেটে হারালেন বাবর আজমদের।

PM arrives Narendra modi stadium Photo Credit: Twitter@ANI

ওয়ানডে বিশ্বকাপে টানা আটবার পাকিস্তানকে হারাল ভারত। শনিবার বিশ্বকাপের মহাদ্বৈরথে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোহিত শর্মারা অনায়াসে ৭ উইকেটে হারালেন বাবর আজমদের। আর রোহিতের এই জয়ের পরই সোশ্য়াল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী লিখলেন, "টিম ইন্ডিয়ার এখন চারিদিকে জয়জয়কার। আমেদাবাদে অলরাউন্ড পারফরম্যান্স করে দারুণ জয়। দলকে শুভেচ্ছা এবং আগামী ম্যাচগুলির জন্য শুভ কামনা থাকল।"

দেখুন প্রধানমন্ত্রী মোদীর শুভেচ্ছা

ম্য়াচ দেখতে মোদী স্টেডিয়ামে হাজির থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর এক্স হ্যান্ডেলে লিখলেন, তেরঙ্গার জয়জয়কার। অনবদ্য জয়ের জন্য আমাদের ক্রিকেট দলের জন্য বড় হাততালি। ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত থাকল। আমাদের ক্রিকেটারা দেখিয়ে দিচ্ছে দেশের জন্য ভাল করার লক্ষ্যস্থির থাকলে সব সম্ভব। চলতি বিশ্বকাপে আগামী ম্যাচগুলির জন্য আমার শুভ কামনা রইল।

দেখুন রোহিতদের জয়ের পর অমিত শাহ-র শুভেচ্ছাবার্তা

এদিকে, বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে অনবদ্য জয়ের পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে ভারতীয়দের জয় উদযাপনের খবর। পুণে, নাগপুর থেকে কাশ্মীর-কেরল সব জায়গাতেই চলল বিজয় উতসব।

দেখুন ভিডিয়ো

মুম্বই, দিল্লি, কলকাতার রাস্তায় বেরিয়ে মানুষ আনন্দ করছেন। বেশ কিছু জায়গায় আতসবাজিও ফাটাচ্ছেন দেশের মানুষ।