WTC Final 2023: ফাইনালে ওভালে রোহিতদের জন্য অপেক্ষায় সবুজ নয়, সতেজ পিচ! দেখুন ছবিতে

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুধবার ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে নামছে ভারত-অস্ট্রেলিয়া।

ওভালের এই পিচেই হবে ফাইনাল। (Photo Credits: Twitter)

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুধবার ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে নামছে ভারত-অস্ট্রেলিয়া। টেস্টে বিশ্বসেরার মুকুট কে পরতে চলেছে তা নিয়ে একটা বড় ভূমিকা নেবে পিচ। পিচে গতি, বাউন্স যত থাকবে ততই অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া। আবার পিচ যদি তৃতীয় দিনের পর থেকে ঘূর্ণ নিতে শুরু করে সুবিধা টিম ইন্ডিয়ার। অনেকেই বলছেন, বিশ্ব টেস্ট ফাইনালে ম্যাচটা মূলত ভারতীয় ব্যাটিং বনাম অজি পেস বোলিংয়ের মধ্যে হতে চলেছে। জোস হ্য়াজেলউডকে না পাওয়াটা অজি শিবিরের কাছে বড় ধাক্কা হলেও প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ডের মত দ্রুতগতির পেসাররা টিম ইন্ডিয়ার ব্য়াটিংয়ের পরীক্ষা নেবেন।

ওভালের পিচ দেখে মনে হচ্ছে রোহিতদের কাজটা কঠিন হবে। তবে পিচ যতটা না কঠিন, তার চেয়ে বেশী সজীব। আবহাওয়াটাও পেসারদের বাড়তি সুবিধা দিতে পারে। তবে ভারতের কাছেও থাকছে মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, শার্দুল ঠাকুরদের মত পেসাররা।

এদিকে, ফাইনালে প্রথম এগারো কেমন হবে তা নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট। রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, কেএল ভরত, মহম্মদ সামি, মহম্মদ সিরাজের খেলা নিয়ে কোনও অনিশ্চয়তা নেই। এবার বাকি তিনটি স্থানের মধ্যে লড়াই রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, উমেশ যাদবের মধ্যে। উইকেটকিপার হিসেবে রাহুল দ্রাবিড়ের পছন্দ কেএল ভরত। রোহিত অবশ্য ইশান কিষাণকে চাইলেও শেষ অবধি দ্রাবিড়ের কথাই মেনে নেন। এবার ম্য়াচের আগে ঠিক হবে দুই স্পিনার হিসেবে জাদেজা, অশ্বিন। নাকি জাদেজা, অশ্বিনের মধ্যে একজনকে খেলিয়ে শার্দুল, উমেশকে সুযোগ দিয়ে চার পেসারে যাওয়া হবে কি না।