PBKS vs CSK: ধোনি গড়ে ২০০ রান তাড়া করে মিথ ভাঙা জয় পঞ্জাবের, চিপকে নজির ধাওয়ানদের

চিপকে প্রথমে ব্যাট করে মহেন্দ্র সিং ধোনিরা দুশো রান করলে চেন্নাইকে হারানো যায় না। আইপিএলে এমন মিথ ভেঙে দিল পঞ্জাব কিংস।

Sikandar Raza. (Photo Credits: Twitter)

চেন্নাই, ৩০ এপ্রিল: চিপকে প্রথমে ব্যাট করে মহেন্দ্র সিং ধোনিরা দুশো রান করলে চেন্নাইকে হারানো যায় না। আইপিএলে এমন মিথ ভেঙে দিল পঞ্জাব কিংস। রবিবার চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২০০ রান তাড়া করে ৪ উইকেটে জিতল পঞ্জাব। উত্তেজক ম্যাচের শেষ বলে জিততে হলে পঞ্জাবকে করতে হত ৩ রান।

সেখানে পঞ্জাবের ব্যাটার সিকান্দার রাজা বাউন্ডারি মেরে দলকে জেতান। পঞ্জাবের জয়ে নায়ক কোনোও একজন নন। বড় রান তাড়া করতে নেমে পঞ্জাবের ওপেনার প্রভসিমরন সিং (২৪ বলে ৪২ রান) দারুণ খেলেন। চারে নেমে লিয়াম লিভিংস্টোন (২৪ বলে ৪০ রান)-ও দারুণ খেলেন।

দেখুন ভিডিয়ো

দেখুন টুইট

শেষের দিকে স্যাম কুরান (২৯) ও জিতেশ শর্মা (১০ বলে ২১) দারুণ খেলেন। শেষের দিকে খেলা দারুণ জমে গিয়েছিল। তবে শেষে বাজিমাত করে পঞ্জাব। চিপকে জয়ের সুবাদে পঞ্জাব লিগ তালিকায় ৫ নম্বরে উঠে এল। ধাওয়ানদের পয়েন্ট দাঁড়াল ৯ ম্যাচে ১০ পয়েন্ট। ধোনিরা ৯ ম্য়াচে ১০ পয়েন্ট পেয়ে চার নম্বরে নেমে গেলেন।