অ্যাসেজে 'পুড়ে ছাই' ইংল্যান্ডের দায়িত্বে এবার বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটার
অ্যাসেজ সিরিজে ০-৪ লজ্জাজনক হারের পর চাকরি যায় ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউডের।
লন্ডন, ৭ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়ার পর এবার ইংল্যান্ডের জাতীয় ক্রিকেট দলেও এবার নিয়োগ করা হল অন্তবর্তীকালীন কোচ। অ্যাসেজ সিরিজে ০-৪ লজ্জাজনক হারের পর চাকরি যায় ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউডের। এবার সিলভারউডের জায়গায় জো রুটদের অন্তবর্তীকালীন কোচ হিসেবে আনা হচ্ছে পল কলিংউড (Paul Collingwood)-কে। অ্যাসেজ সিরিজে সিলভারউডের সহকারী হিসেবে ইংল্যান্ডের কোচিং স্টাফের সঙ্গে ছিলেন কলিংউড। আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের ভারত-পাক ম্যাচের টিকিট শেষ
দেখুন টুইট
ইংল্যান্ডের আসন্ন ক্যারিবিয়ান সফরে টেস্ট সিরিজে কোচ হিসেবে কাজ করবেন কলিংউড, এমন কথাই জানিয়েছে ইসিবি।
আগামী ২২ জানুয়ারি থেকে বার্বাডোজে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে খেলবে ইংল্যান্ড। তারপর ৪ মার্চ থেকে তিন টেস্টের সিরিজে খেলবেন রুটরা। ২৫ মার্চ অ্যান্টিগায় দলের সঙ্গে যোগ দেবেন কলিংউড। যে কলিংউড ২০১০ সালে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেছিলেন।