Oval Cricket Ground: যেখানে খেলার জন্য এত লড়াই, সেই ওভাল এখন বরফের তলায়
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জন্য মোতেরায় লড়ছে টিম ইন্ডিয়া। ক্রাইস্টচার্চে আবার নিউ জিল্যান্ডকে হারিয়ে ফাইনালে খেলার চেষ্টায় শ্রীলঙ্কা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জন্য মোতেরায় লড়ছে টিম ইন্ডিয়া। ক্রাইস্টচার্চে আবার নিউ জিল্যান্ডকে হারিয়ে ফাইনালে খেলার চেষ্টায় শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়া আগেই ফাইনালে উঠে গিয়েছে। ৭ জুন থেকে ওভালে বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জন্য এখন জোর লড়াই চলছে। অথচ মাস তিনেক পরেই এত বড় একটা ফাইনালের আয়োজন হতে চলা দক্ষিণ লন্ডনের ওভাল ক্রিকেট গ্রাউন্ড এখন বরফের তলায়।
লন্ডন সহ ইংল্যান্ডের বিভিন্ন অংশে চলছে ব্যাপক তুষারপাত। আর সেই কারণে ওভাল ক্রিকেট মাঠের আর কোনও অংশই বরফের তলায় থাকতে বাকি নেই। আরও পড়ুন-দেশের মাটিতে টেস্টে বড় মাইলস্টোন কোহলির
দেখুন ছবিতে
ইংল্যান্ড ক্রিকেটের সমর্থক বার্মি আর্মির টুইটারে, ওভালের বরফ ঢাকা মাঠের ছবি দিয়ে বলা হয়, ব্যাটিং বা বোলিং প্রথমে কোনটা করতে চান। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের অবস্থাও ওভালেরই মতো, বরফের তলা। চেলসির স্ট্যামফোর্ড ব্রিজও তুষারে ঢেকেছে।