Novak Djokovic: স্টেফি গ্রাফের রেকর্ড ছুঁয়ে শীর্ষের শ্রেষ্ঠত্ব থেকে এক সপ্তাহ দূরে জকোভিচ
৩৭৭ সপ্তাহ পেশাদার টেনিসে বিশ্বের এক নম্বর খেলোয়াড় হওয়ার নজির গড়লেন সার্বিয়ান মহাতারকা নোভাক জকোভিচ (Novak Djokovic)।
৩৭৭ সপ্তাহ পেশাদার টেনিসে বিশ্বের এক নম্বর খেলোয়াড় হওয়ার নজির গড়লেন সার্বিয়ান মহাতারকা নোভাক জকোভিচ (Novak Djokovic)। সোমবার প্রকাশিত এটিপি ক্রম তালিকায় (ATP Men's Ranking) জকোভিচ বাকিদের পিছনে ফেলে দিলেন। এতগুলো সপ্তাহ পেশাদার টেনিসে শীর্ষস্থানে থাকার বিশ্বরেকর্ডটা আছে কিংবদন্তি স্টেফি গ্রাফের (Stefi Graf)। মহিলাদের টেনিসে WTA ব়্য়াঙ্কিংয়ে জার্মানির কিংবদন্তি গ্রাফ ৩৭৭ সপ্তাহ শীর্ষে ছিলেন।নো গ্রাফের সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন ২২টি গ্র্যান্ডস্লামের মালিক জকোভিচ। অনেক গেই পুরুষদের টেনিসে সবচেয়ে বেশীবার শীর্ষ থাকা রজার ফেডেরার (৩১০)-এর রেকর্ড ভেঙেছিলেন জকোভিচ।
বছরের প্রথম গ্র্য়ান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর জকোভিচ এখন অনেকটাই এগিয়ে এটিপি ব়্য়াঙ্কিংয়ে দু নম্বরে থাকা স্পেনের কার্লোস আলকারেজ গার্ফিয়ার থেকে। জকোভিচের পয়েন্ট ৭০৭০, গার্ফিয়ার ৬৪৮০। আরও পড়ুন-দুটো টেস্ট অনায়াসে জিতে তিনদিনের ছুটিতে বাড়িতে ফিরছেন রোহিতরা
দেখুন টুইট
দেখুন টুইট
আর এক সপ্তাহ শীর্ষে থাকলেই গ্রাফের রেকর্ড ভেঙে শীর্ষে থাকার নয়া রেকর্ড গড়বেন টেনিস বিশ্বের আদরের জোকার। তাও আবার গত বছর উইম্বলডনে জিতলেও, এটিপি পয়েন্ট না জোটায় ব়্যাঙ্কিংয়ে শীর্ষে উঠতে পারেননি জকোভিচ।