Nikhat Zareen: মেরি কমের নজির ছুঁয়ে টানা দু বার বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার নিখাত জারিন, বিশ্ব বক্সিংয়ে ভারতের তৃতীয় সোনা

রবিবার মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের তারকা বক্সার নিখাত জারিন।

Nikhat Zareen (Photo: Twitter)

নতুন দিল্লি, ২৬ মার্চ: মেরি কমের পর দ্বিতীয় ভারতীয় মহিলা হিসেবে টানা দু বার বিশ্ব বক্সিংয়ে সোনা জিতলেন নিখাত জারিন। রবিবার মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের তারকা বক্সার নিখাত জারিন (Nikhat Zarreen)। দিল্লিতে আয়োজিত ৫০ কেজি লাইট ফ্লাইওয়েট বিভাগের ফাইনালে দু বারের এশিয়ান চ্যাম্পিয়ন ভিয়েতনামের নিগুয়েন থি তামকে ৫-০ হারিয়ে সোনা জিতলেন ২৬ বছরের তেলঙ্গনার বক্সার নিখাত। গত বছর ইস্তানবুলে আয়োজিক বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপেও সোনা জিতেছিলেন নিখাত। চলতি মহিলাদের বিশ্ব বক্সি চ্যাম্পিয়নশিপে ভারতের এটি তৃতীয় সোনা।

দু বার বিশ্ব বক্সিংয়ে সোনা জেতার পাশাপাশি নিখাত কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছেন। মেরি কমের পর মহিলাদের বক্সিংয়ে তিনিই এখন ভারতের সবচেয়ে বড় তারকা। ২০২৪ প্যারিস অলিম্পিক্সে পদক জেতার দাবিদার নিখাত। চলতি বিশ্ব বক্সিংয়ে কোনও ম্য়াচেই নিখাতকে সমস্যা ফেলতে পারলেন না তাঁর প্রতিপক্ষরা। নিখাত নামলেন, খেললেন আর বিশ্বখেতাব জিতলেন। আরও পড়ুন-মরসুমের প্রথম আমটা সবার আগে মা রজনীর সঙ্গে খেলেন সচিন, দেখুন ভিডিয়ো

দেখুন টুইট

মহিলাদের চলতি বিশ্ব বক্সিংয়ে ভারতের এটি তৃতীয় সোনা। পদক তালিকায় চিনকে ছাপিয়ে ভারতই এখন শীর্ষে। মহিলাদের চলতি বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ৪৮ কেজি বিভাগে নিতু ঘানঘাস ও ৮১ কেজি বিভাগে সুইটি বোরা সোনা জেতেন।