Neymar Red Card: বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নেমেই লাল কার্ড দেখলেন নেইমার
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে হারের পর এই প্রথম মাঠে নামলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। গোল তো পেলেনই না, বরং বিশ্বকাপের হতাশা ঝেড়ে মাঠে নেমেই লাল কার্ড দেখতে হল ব্রাজিলিয়ান তারকাকে।
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে হারের পর এই প্রথম মাঠে নামলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার (Neymar)। গোল তো পেলেনই না, বরং বিশ্বকাপের হতাশা ঝেড়ে মাঠে নেমেই লাল কার্ড দেখতে হল ব্রাজিলিয়ান তারকাকে। বুধবার রাতে লিগা ১-র ম্যাচে স্ট্রাসবুর্গের বিরুদ্ধে লাল কার্ড দেখলেন পিএসজি-র ব্রাজিলিয়ান তারকা নেইমার। চলতি মরসুমে নেইমার এটা নিয়ে মোট সাতবার লাল কার্ড দেখলেন।
ম্যাচের ৬১ মিনিটে হ্যান্ডবল করায় নেইমারকে হলুদ কার্ড দেখান রেফারি। ঠিক তার এক মিনিট বাদেই পেনাল্টি বক্সে ইচ্ছাকৃতভাবে ডাইভ মারায় আরও একবার তাঁকে হলুদ কার্ড দেখিয়ে, মাঠ থেকে বের করে দেন রেফারি। তবে শেষ অবধি খেলার একেবারে শেষে, ইনজুরি টাইমে কিলিয়ান এমবাপের পেনাল্টি গোলে নাটকীয় কায়দায় ২-১ জয় ছিনিয়ে নেয় পিএসজি। বিশ্বকাপ জিতে দেশে ফেরার পর মেসি এখনও পিএসজি-তে যোগ দেননি। আরও পড়ুন-ক্রিশ্চিয়ানো রোনালদোর মেডিকেল টেস্টের সময়সূচী নির্ধারণ সৌদি ক্লাব আল নাসরের
দেখুন ভিডিয়ো
এদিন স্ট্রাসবুর্গের বিরুদ্ধে ম্যাচের ১৪ মিনিটে ব্রাজিলের তারকা মারকুইনহোসের গোলে এগিয়ে গিয়েছিল প্যারিসের হাইপ্রোফাইল ক্লাব। বিরতির পর, ম্যাচের ৫১ মিনিটে সেই মারকুইনহোসের আত্মঘাতী গোলে ম্যাচের ফল ১-১ হয়ে যায়। এরপর ৬২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর ম্যাচের বাকিটা সময় দশজনে খেলতে হয় পিএসজি-কে। ম্যাচ ১-১ হওয়ার পর স্ট্রাসবুর্গের খেলায় প্রাণ আসে।
দেখুন লাল কার্ড দেখার পর নেইমারের প্রতিক্রিয়া
কিন্তু দশজনে খেলেও শেষের দিকে অনবদ্য ফুটবল উপহার দিয়ে জয় এমবাপের পেনাল্টি গোলে পুরো তিন পয়েন্ট তুলে নেয় পিএসজি। ১৬ ম্যাচে ৪৪ পয়েন্ট পেয়ে লিগা ১-এ শীর্ষে মেসি, নেইমরা, এমবাপেদের ক্লাব। দ্বিতীয় স্থানে থাকা লেন্স একটা ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্টে দাঁড়িয়ে।