New Zealand: ১৮ বছর পর দক্ষিণ আফ্রিকাকে টেস্টে হারাল নিউ জিল্যান্ড, সাত সেশনের মধ্যেই এল জয়
১৮ বছরের খরা কাটাল নিউ জিল্যান্ড। ২০০৪ সালের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে জয়ের মুখ দেখল কিউই দল। দক্ষিণ আফ্রিকাকে একেবারে উড়িয়ে ক্রাইস্টচার্চ টেস্টে নিউ জিল্যান্ড জিতল এক ইনিংস ও ২৭৬ রানে।
ক্রাইস্টচার্চ, ১৯ ফেব্রুয়ারি: দীর্ঘ ১৮ বছরের খরা কাটাল নিউ জিল্যান্ড। ২০০৪ সালের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে জয়ের মুখ দেখল কিউই দল। দক্ষিণ আফ্রিকাকে একেবারে উড়িয়ে ক্রাইস্টচার্চ টেস্টে টম লাথামের নেতৃত্বে খেলা নিউ জিল্যান্ড জিতল এক ইনিংস ও ২৭৬ রানে। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা মাত্র ৯৫ রানে অল আউট হয়েছিল। আর নিউ জিল্যান্ড ৪৮২ রান করার পর, প্রোটিয়ারা এদিন অল আউট হল মাত্র ১১১ রানে। মানে দু ইনিংস মিলিয়ে দক্ষিণ আফ্রিকা মোট ২০ উইকেট হারিয়ে করেছে ২০৬ রান। আজ, দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার শূন্য রানে আউট হন। বাভুমা (৪১), কেইল ভারনমে (৩০)-ছাড়া পুরো ব্যাটিং ইউনিট ফ্লপ করে। কিউই পেসার টিম সাউদি ৩৫ রানে নেন পাঁচ উইকেট।
প্রথম ইনিংসে সাত উইকেট নেওয়া কিউই পেসার ম্যাচ হেনরি এদিন নেন ২টি উইকেট। নিউ জিল্যান্ডের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন হেনরি নিকোলাম। প্রথম ইনিংসে নিউ জিল্যান্ড করেছিল ৪৮২ রান। কেন উইলিয়ামস চোটের কারণে এই টেস্টে খেলেননি। প্রথম ইনিংসে ৩ ৮৭ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে মাত্র ১১১ রানে আউট হন এলগাররা। এই ম্যাচ মাত্র সাতটা সেশনেই শেষ হল। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা অল আউট হয় ৪৯.২ ওভারে, আর দ্বিতীয় ইনিংসে এলগাররা শেষ হয়ে যান ৪১.৪ ওভারেই।
একেবারে জঘন্য ব্যাটিং করলেন প্রোটিয়া ব্যাটাররা। ভারতের বিরুদ্ধে দেশের মাটিতে পিছিয়ে থেকে টেস্ট সিরিজ জয়ের পর নিউ জিল্যান্ড সফরের শুরুটা একেবারে খারাপ হল প্রোটিয়া দলের। অন্যদিকে, টেস্টে বিশ্বচ্যাম্পিয়ন নিউ জিল্যান্ড ক মাস আগে বাংলাদেশের কাছে লজ্জার পর দারুণভাবে ঘুরে দাঁড়াল কিউই দল। সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট শুরু ২৫ ফেব্রুয়ারি থেকে ক্রাইস্টচার্চে।