বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে বিয়েটা সেরে নিলেন কিউই তারকা হেনরি নিকোলস
ওয়ানডে বিশ্বকাপটা একটুর জন্য জেতা হয়নি। এবার দেশকে টেস্টের বিশ্বকাপ (বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল) দিতে হলে তাঁর কাঁধে অনেক দায়িত্ব। আগামী ১৮ জুন সাউদামপ্টনে হতে ভারত- নিউ জিল্যান্ডের মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল
ওয়ানডে বিশ্বকাপটা একটুর জন্য জেতা হয়নি। এবার দেশকে টেস্টের বিশ্বকাপ (বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল) দিতে হলে তাঁর কাঁধে অনেক দায়িত্ব। আগামী ১৮ জুন সাউদামপ্টনে হতে ভারত- নিউ জিল্যান্ডের মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (World Test Championship Final 2021)। নিউ জিল্যান্ডের তারকা ব্যাটসম্যান হেনরি নিকোলস ( Henry Nicholls) হতে চলেছেন কেন উইলিয়ামসন (Kane Williamson) ব্রিগেডের বড় তাস। সেই হিনরি নিকোলাস বড় ম্যাচের আগে জীবনের বড় কাজটা সেরে ফেললেন। নিউ জিল্যান্ড টিম যখন ইংল্যান্ড সফরে গিয়ে বাধ্যতামূলক কোয়ারিন্টনে আছে, তখন নিকোলাস ইনস্টাগ্রামে জানালেন তিনি বিয়েটা সেরে ফেললেন। রবিবার ইনস্টাগ্রামে ২৯ বছরের বাঁ হাতি এই তারকা ব্যাটসম্যান জানালেন, তিনি তাঁর গার্লফ্রেন্ড লুকি নিকোলসকে বিয়ে করেছেন। ক্যাপশনে হেনরি নিকোলাস লেখেন, "মিস্টার অ্যান্ড মিসেস নিকোলস"। আরও পড়ুন: BCCI Secretary Jay Shah: এই প্রথম গোলাপি বলের টেস্ট, অস্ট্রেলিয়ায় যাচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দল
এই বিয়ে নিয়ে এখনও অবশ্য এর চেয়ে বেশি কিছু জানা যায়নি। তবে একেবারে ব্যক্তিগতস্তরেই চিনি এই বিয়ের প্রক্রিয়া সেরেছেন বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত, ২০১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে কিউইদের পক্ষে সর্বাধিক রানের ইনিংসটা খেলেছিলেন ওপেনার হেনির নিকোলসই (৫৫)। ম্যাচ টাই হলেও শেষ অবধি নিউ জিল্যান্ড রানার্স হয়। সেই আফশোস ঝেড়ে ফেলেই এবার টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামতে চাইবেন নিকোলাস। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে নিউজিল্যান্ড ইংল্যান্ডের বিরুদ্ধে ২ জুন থেকে দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে। দেশের হয়ে এখনও পর্যন্ত ৩৭টি টেস্টে ২১৫২ রান করেছেন নিকোলস। সাতটি টেস্ট সেঞ্চুরি আছে তাঁর। ভারতের বিরুদ্ধে অবশ্য টেস্টে তাঁর রেকর্ড ভাল নয়। বিরাট কোহলিদের বিরুদ্ধে কেরিয়ারে মোট ৩টি টেস্ট খেলেছেন, সবোর্চ রান মাত্র ২৪, গড় ১৫।