Nepal Beats Pakistan: নেপালের কাছেও হারল পাকিস্তান
ফুটবলে পাকিস্তান ঠিক কতটা নেমে গিয়েছে তা আবারও প্রমাণ হল। সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিরুদ্ধে তাদের লিগের শেষ ম্য়াচেও হারল পাকিস্তান।
ফুটবলে পাকিস্তান ঠিক কতটা নেমে গিয়েছে তা আবারও প্রমাণ হল। সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিরুদ্ধে তাদের লিগের শেষ ম্য়াচেও হারল পাকিস্তান। ১৫ বছর পর ফুটবলে পাকিস্তানকে হারাল নেপাল। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে আয়োজিত ম্যাচের ৮০মিনিটে আদিত্য চৌধুরীর করা গোলে পাকিস্তানকে ১-০ হারাল তাদের থেকে ব়্য়াঙ্কিংয়ে ২১ ধাপ এগিয়ে থাকা নেপাল। ভারতে আয়োজিত চলতি সাফ-এ পাকিস্তান একটাও গোল করতেও পারলই না, বরং হজম করে গেল মোট ৯টি গোল। ভারতের কাছে প্রথম ম্যাচে ৪-০ হেরেছিল পাকিস্তান।
পরের ম্যাচে কুয়েতের বিরুদ্ধেও একই ব্যবধানে হারে পাকিস্তান। ফিফা ব়্যাঙ্কিংয়ে পাকিস্তান কেন ১৯৫ নম্বরে আছে তা প্রমাণ হল।
দেখুন টুইট
প্রসঙ্গত, এবারের সাফ চ্য়াম্পিয়নশিপে গ্রুপ এ থেকে সেমিফাইনালে উঠেছে ভারত ও কুয়েত। এবার গ্রুপ চ্যাম্পিয়ন কারা হবে তা ঠিক হবে আজ সন্ধ্যায় ভারত বনাম কুয়েত ম্যাচে। গ্রুপ বি থেকে সেমিফাইনালে ওঠার লড়াই লেবানন, বাংলাদেশ ও মলদ্বীপের মধ্যে। গ্রুপ এ থেকে বিদায় নিয়েছে নেপাল। গ্রুপ বি-থেকে সেমিফাইনালের আশা শেষ হয়েছে ভূটানের।