Nazmul Hossain Shanto: সাকিবদের সমস্যায় ফেলে চোটে এশিয়া কাপ শেষ নাজমুলের

হ্যামস্ট্রিংয়ের পাশে মাংসপেশী ছেঁড়ায় এশিয়া কাপে তো ছিটকে গেলেনই সঙ্গে অনিশ্চিত হয়ে পড়লেন বিশ্বকাপেও নাজমুল।

Photo Credits: Twitter/ESPNcricinfo

এশিয়া কাপে সুপার ফোর রাউন্ড শুরুর আগে সমস্য়ায় বাংলাদেশ। চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন চলতি এশিয়া কাপের বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রহকারী নাজমুল হোসেন শান্ত (Nazmul Hossain Shanto)। হ্যামস্ট্রিংয়ের পাশে মাংসপেশী ছেঁড়ায় এশিয়া কাপে তো ছিটকে গেলেনই সঙ্গে অনিশ্চিত হয়ে পড়লেন বিশ্বকাপেও নাজমুল।

গ্রুপ লিগের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৯ রানের দুরন্ত ইনিংস খেলেন নাজমুল। এরপর আফগানিস্তানের বিপক্ষে ১০৪ রানের ইনিংস খেলেন নাজমুল। গত রোববার লাহোরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেই ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন নাজমুল। পরের দিন এমআরআই করালে দেখা যায় তাঁর মাংস পেশী ছিঁড়ে গিয়েছে।

দেখুন টুইট

শ্রীলঙ্কার বিরুদ্ধে হার দিয়ে এশিয়া কাপ শুরু করলেও আফগানদের বিরুদ্ধে বড় জয়ে সুপার ফোরে ওঠা নিশ্চিত করছেন সাকিব আল হাসান। এবার ফাইনালে ওঠার লক্ষ্যে সুপার ফোরের ম্যাচে নামবে বাংলাদেশ।



@endif