Mushfiqur Rahim: এশিয়া কাপে ব্যর্থতার পর আচমকাই অবসর ঘোষণা মুশফিকুরের

এশিয়া কাপে বাংলাদেশের ব্যর্থতার পর তাঁকে নিয়ে জোর সমালোচনা হচ্ছিল। এশিয়া কাপের দুটি ম্যাচ মিলিয়ে মুশফিকুর করছিলেন মাত্র ৪ রান।

Mushfiqur Rahim (Photo Credits: Getty Images)

ঢাকা, ৪ সেপ্টেম্বর; এশিয়া কাপে বাংলাদেশের ব্যর্থতার পর তাঁকে নিয়ে জোর সমালোচনা হচ্ছিল। চলতি এশিয়া কাপের দুটি ম্যাচ মিলিয়ে বাংলাদেশের তারকা উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহমান করছিলেন মাত্র ৪ রান। গ্রুপ লিগ থেকে সাকিবদের বিদায়ের পর জোর সমালোচনা চলছিল মুশফিকুরকে নিয়ে। সেই সমালোচনার মাঝেএদিন আচমকাই আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন বাংলাদেশের এই তারকা উইকেটকিপার-ব্যাটার।

আগামী মাসেই টি-২০ বিশ্বকাপ। তাঁর আগেই টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে আর না খেলার ঘোষণা করলেন রহিম। আরও পড়ুন-২০২৩ এর আইপিএলে চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, জানালেন সিইও কাশী বিশ্বনাথন

দেখুন টুইট

সোশ্যাল মিডিয়াতে পোস্টে তিনি লিখলেন,"আমি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করছি। এখন থেকে টেস্ট আর ওয়ানডে ক্রিকেটেই মনোযোগ দিতে চাই।"

তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি-তে খেলা চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন মুশফিকুর। ১০২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে মুশফিকুর ১৯.৪৮ গড়ে, করেছেন ১৫০০ রান।