T20I: আন্তর্জাতিক টি২০ ম্যাচে অল আউট ৩৩ রানে! কারা করল এত কম রান

আইপিএলে এখন প্রায় প্রতি ম্য়াচেই দুশোর উপরে রান করছে দলগুলি। কলকাতা নাইট রাইডার্স তো চলতি আইপিএলে বেশীরভাগ ম্যাচেই ২০০ প্লাস রান করেছে।

Cricket Stadium (Photo Credit: @IndianTechGuide/ X)

টোকিও, ৭ মে: আইপিএলে এখন প্রায় প্রতি ম্য়াচেই দুশোর উপরে রান করছে দলগুলি। কলকাতা নাইট রাইডার্স তো চলতি আইপিএলে বেশীরভাগ ম্যাচেই ২০০ প্লাস রান করেছে। কিন্তু এরই মধ্যে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে উল্টপূরাণ। সানোতে আয়োজিত জাপানের বিরুদ্ধে সিরিজের প্রথম আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মঙ্গোলিয়া মাত্র ৩৩ রানে অল আউট হয়ে গেল। মঙ্গোলিয়া অল আউট হল ১২.৪ ওভারে।  প্রথমে ব্যাট করে জাপান করেছিল ৫ উইকেটে ১৯৯ রান।

জাপানের উইকেটকিপার-ব্যাটার ওয়াতারু মিয়াউচি ৫৪ বলে ৭২ রানের দুরন্ত ইনিংস খেলেন। আর ভারতীয় বংশোদ্ভূত সাবোরিশ রবিচন্দ্রন করেন ২৪ বলে ৫৪  রান।

দেখুন খবরটি

জবাবে ব্যাট করতে নেমে মঙ্গোলিয়ার কেউ দু অঙ্কের রান করতে পারেননি। সর্বোচ্চ রান ওপেনার হিতেশ উপাধ্যায় (৮) ও অতিরিক্ত (৮)-র। মঙ্গোলিয়ার তিনজন ব্যাটার শূন্য রানে আউট হন, দুজন এক রানে, দু জন ৫ রানে আউট হন।