ICC World Cup 2023: স্যান্টনারের পাঁচ তারা পারফরম্যান্সে কিউইদের জোড়া জয়
উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৮২ রান মাত্র ৩৬.২ ওভারে ১ উইকেট হারিয়ে তাড়া করে নজির গড়েছিল কিউইরা।
ইংল্যান্ডের পর এবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে অনায়াসে ৯৯ রানে জিতল নিউ জিল্যান্ড। উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৮২ রান মাত্র ৩৬.২ ওভারে ১ উইকেট হারিয়ে তাড়া করে নজির গড়েছিল কিউইরা। চলতি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে উড়িয়ে দেওয়ার পর সোমবার হায়দরাবাদে ডাচদের বিরুদ্ধে অনায়াসে ৯৯ রানে জিতল কিউইরা। দুটো দুটোতে জিতে এখন পয়েন্ট তালিকায় শীর্ষে নিউ জিল্যান্ড। এখনও দলের সেরা ক্রিকেটার-অধিনায়ক কেন উইলিয়ামস খেলতে নামেনি, তার আগেই দুরন্ত ছন্দে টম লাথামের নেতৃত্বে দুটো ম্যাচে খেলা কিউই দল।
এদিন প্রথমে ব্যাট করে নিউ জিল্যান্ড করেছিল ৭ উইকেটে ৩২২ রান। দারুণ ব্যাটিং করেন কিউই ওপেনার উইল ইয়ং (৭০), অধিনায়ক টম লাথাম (৫৩)। শেষের দিকে ১৭ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলে দলের রানকে ভাল জায়গায় নিয়ে যান মিচেল স্যান্টেনার।
জবাবে ডাচরা ৪৬.৩ ওভারে ২২৩ রানে অল আউট হয়ে যায়। বিশ্বকাপের ইতিহাসে প্রথম কিউই স্পিনার হিসেবে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়লেন মিচেল স্যান্টনার। ১০ ওভারে ৫৯ রান দিয়ে পাঁচ উইকেট নেন তিনি। ব্যাট ও বল হাতে দুরন্ত পারফম করে ম্য়াচের সেরা নির্বাচিত হন স্যান্টনার। এবার শুক্রবার চলতি বিশ্বকাপে তাদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নামবে কিউইরা।
অন্যদিকে, পাকিস্তানের কাছে ৮১ ও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৯৯ রানে হারের পর ডাচরা তাদের তৃতীয় ম্যাচে খেলবে আগামী মঙ্গলবার ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।