Messi Inter Miami Clinch Leagues Cup: ফাইনালে দুরন্ত গোল মেসির, সাডেন ডেথে ট্রফি জয় ইন্টার মিয়ামির, দেখুন ভিডিয়ো

লিগ তালিকায় একেবারে শেষ স্থান থেকে চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়ল মার্কিন মুলুকে লিওনেল মেসির ক্লাব ইন্টার মিয়ামি।

Lionel Messi. (Photo Credits: Twitter)

লিগ তালিকায় একেবারে শেষ স্থান থেকে চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়ল মার্কিন মুলুকে লিওনেল মেসি (Lionel Messi)-র ক্লাব ইন্টার মিয়ামি। আমেরিকায় পা দেওয়ার ৩০ দিনের মধ্যেই বড় খেতাব জিতে ফেললেন ফুটবলের রাজপুত্র থেকে রাজার আসনে বসা ফুটবলার। রবিবার সকালে (ভারতীয় সময়) লিগস কাপের ফাইনালে (Leagues Cup ২০২৩) ন্যাশভিলে এফসি ( Nashville)-কে সাডেন ডেথে ১০-৯ হারিয়ে প্রথমবার খেতাব জিতল ইন্টার মিয়ামি (Inter Miami)। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১। ম্যাচের ২৩ মিনিটে মেসির দুরন্ত গোলে এগিয়ে যায় ইন্টার। এরপর দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মধ্যে ন্যাশভিলেকে সমতায় ফেরান ফাফ পিকাল্ট। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচের ফয়সালা না হওয়ায় টুর্নামেন্টের নিয়ম মেনে এক্সট্রা টাইম না হয়ে সরাসরি টাইব্রেকার হয়।

টাইব্রেকারে দুটি দলই একটি করে পেনাল্টি মিস করায়, ম্য়াচ গড়ায় সাডেন ডেথে। সাডেন ডেথের পঞ্চম সেট বাঁচিয়ে মেসিকে তার কেরিয়ারের ৪৪তম খেতাব এনে দেয় মিয়ামির গোলকিপার ড্রেক ক্যালেন্ডার। প্যারিস থেকে মিয়ামিতে গিয়েই ক্লাবকে বড় সাফল্য এনে দিলেন মেসি। বিশ্ব ফুটবলে মেসি রাজ চলছেই।

দেখুন ভিডিয়ো

দেখুন ছবিতে

দেখুন ভিডিয়ো

খেতাব জেতার পাশাপাশি চলতি বছর লিগ কাপের সর্বোচ্চ গোলদাতা ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন মেসি।