IPL Auction 2025 Live

Ind vs NZ: গুপ্তিল, বোল্টকে ভারতের বিরুদ্ধে সিরিজে রাখল না কিউইরা

টি-২০ বিশ্বকাপে দলে জায়গা পাননি, এবার ভারতের বিরুদ্ধে আসন্ন সীমিত ওভারের সিরিজেও ঠাঁই হল না কিউই তারকা ওপেনার মার্টিন গুপ্তিলের। ফিন অ্যালনকে দলে রাখায় বাদ পড়তে হল অভি়জ্ঞ গুপ্তিল।

New Zealand। (Photo Credits: Getty Images)

টি-২০ বিশ্বকাপে দলে জায়গা পাননি, এবার ভারতের বিরুদ্ধে আসন্ন সীমিত ওভারের সিরিজেও ঠাঁই হল না কিউই তারকা ওপেনার মার্টিন গুপ্তিলের। ফিন অ্যালনকে দলে রাখায় বাদ পড়তে হল অভি়জ্ঞ গুপ্তিল। কিউই পেসার ট্রেন্ট বোল্টকেও দলে রাখা হয়নি। টি টোয়েন্টি এবং ওয়ানডে-দুটি সিরিজেই কিউই দলকে নেতৃত্ব দেবেন কেন উইলিয়ামসন। শুক্রবার থেকে ওয়েলিংটনে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-২০ সিরিজ।

তারপর ২৫ নভেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। টম লাথাম ওয়ানডে-তে উইকেটকিপিং করবেন, আর ডেভন কনওয়ে উইকেটের পিছনে থাকছেন টি-২০ সিরিজে। আরও পড়ুন-আইপিএল থেকে সরে দাঁড়ালেন KKR-এর দুই তারকা

টি-২০ সিরিজে ভারতীয় দলকে নেতৃত্বে দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। ওয়ানডে সিরিজে ভারতের অধিনায়কত্ব করবেন শিখর ধাওয়ান। রোহিত শর্মা, বিরাট কোহলির মত সিনিয়ির এই সিরিজে থাকছেন না। প্রসঙ্গত, সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায় নিয়েছিল নিউজিল্যান্ড।

ভারত-নিউজিল্যান্ড সিরিজের ক্রীড়াসূচি

টি-২০ সিরিজ

প্রথম টি-২০: ১৮ নভেম্বর

দ্বিতীয় টি-২০: ২০ নভেম্বর

তৃতীয় টি-২০: ২২ নভেম্বর

(তিনটি ম্যাচই ভারতীয় সময় দুপুর ১২টা থেকে শুরু)

ওয়ানডে সিরিজ

প্রথম ওয়ানডে: ২৫ নভেম্বর

দ্বিতীয় ওয়ানডে: ২৭ নভেম্বর

তৃতীয় ওয়ানডে: ৩০ নভেম্বর

(তিনটি ম্যাচই ভারতীয় সময় সকাল ৭টা থেকে শুরু)