Manu Bhaker: গীতা পড়েই এল সাফল্য, পদক জিতে মানু ভাকরের মুখে শ্রী কৃষ্ণর কথা
বিবার প্যারিস অলিম্পিকে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে মানু ব্রোঞ্জ জিতে ১২ বছর পর শ্য়ুটিংয়ে দেশের অলিম্পিক পদকের খরা কাটালেন।
দেশের প্রথম মহিলা শ্য়ুটার হিসেবে অলিম্পিক (Olympic Games) পদক জিতে ইতিহাস গড়লেন হরিয়ানার ২২ বছরের মেয়ে মানু ভাকের (Manu Bhaker)। রবিবার প্যারিস অলিম্পিকে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে মানু ব্রোঞ্জ জিতে ১২ বছর পর শ্য়ুটিংয়ে দেশের অলিম্পিক পদকের খরা কাটালেন। ভারত্তোলন, ব্যাডমিন্টন, বক্সিং, কুস্তির পর এবার শ্যুটিং থেকে অলিম্পিক পদক আনলেন ভারতীয় মহিলা। পদক জয়ের পর শান্ত গলায় মানু বললেন, টোকিও অলিম্পিকে ব্যর্থতার পর তিনি হতাশ হয়ে পড়েছিলেন ঠিকই, কিন্তু নিজের ওপর কখনই বিশ্বাস হারাননি।
মিষ্টি হাসি নিয়ে মানু বললেন," আমি নিয়মিত গীতা পড়ি। গীতার জ্ঞান আমায় কঠিন সময়ে অনেক শিক্ষা দিয়েছে। আমি ফাইনালে শুধু নিজের কাজটা করে যাচ্ছিলাম। শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে বলেছিলেন, তুমি শুধু নিজের কাজটা করে যাও, ফলের আশা করো না। আমিও শুধু নিজের সেরা পারফরম্যান্সটা তুলে ধরতে চেয়েছিলাম।"
মানু জানান, চলতি প্যারিস অলিম্পিকে তার এখনও দুটি ইভেন্ট বাকি রয়েছে, সেই দুটিতেও তিনি পদক জিততে চান। পদকের জয়ের কৃতিত্ব দেশের গোটা শ্য়ুটিং দলকেই তিনি দিয়েছেন। মাত্র ১৬ বছর বয়সে আইএসএসএফ আয়োজিত শ্য়ুটিং বিশ্বকাপ জিতে চমকে দিয়েছিলেন মানু। তখন থেকেই তাঁকে বিরল প্রতিভা হিসেবে ভারতের অলিম্পিক পদকজয়ী হিসেবে দেখা হত। আরও পড়ুন- পদক জিতে মানুর ইতিহাস
দেখুন ছবিতে
মোট ৯টি বিশ্বকাপ সোনা, দুটি রুপো, ২০২৩ বাকুতে আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা, ২০১৮ গোল্ডকোস্ট কমনওয়েলথে সোনা জেতেন মানু। কিন্তু তারপরেও শুধু টোকিও অলিম্পিকে ফাইনালে না ওঠার ব্যর্থতার জন্যি বারবার তাঁকে চিহ্নিত করা হত। শেষ পর্যন্ত অলিম্পিক পদক জিতে মানু ইতিহাস গড়লেন।