Commonwealth Games 2022: অলিম্পিক পদকজয়ী অধিনায়ক মনপ্রীত সিং-ই কমনওয়েলথ গেমসে দেশের নেতৃত্বে
আগামী ২৯ জুলাই থেকে বার্মিংহ্যামে শুরু হতে কমনওয়েলথ গেমসে ভারতীয় পুরুষ হকি দলকে নেতৃত্ব দেবেন মনপ্রীত সিং।
নয়া দিল্লি, ২০ জুন: আগামী ২৯ জুলাই থেকে বার্মিংহ্যামে শুরু হতে কমনওয়েলথ গেমসে ভারতীয় পুরুষ হকি দলকে নেতৃত্ব দেবেন মনপ্রীত সিং। এই মনপ্রীতের নেতৃত্বেই গত বছর টোকিও অলিম্পিকে পুরুষদের হকিতে ব্রোঞ্জ জিতেছিল ভারত। গত বছর টোকিও অলিম্পিকে পদক জয়ের পর এবার কমনওয়েলথ গেমসে বড় কিছুর লক্ষ্য নামবে টিম ইন্ডিয়া। এবার কমনওয়েলথ গেমসে ভারত আছে গ্রুপ বি-তে। গ্রুপে ভারতের প্রতিপক্ষরা হল ইংল্যান্ড, কানাডা, ওয়েলশ ও ঘানা।
দুটি গ্রুপে ভাগ করে মোট ১০টি দেশ অংশ নিচ্ছে। দুটি গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনালে উঠবে। গতবার গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে ভারতীয় পুরুষ দল হকিতে কোনও পদক জিততে পারেনি। আরও পড়ুন: মিশন ইংল্যান্ডে নেমে রোহিত-গিলদের সাধনা শুরু, দেখুন ভিডিও
টুর্নামেন্টে ফেভারিট হিসেবে নামবে অস্ট্রেলিয়া। নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, স্কটল্যন্ডের সঙ্গে অজিরা আছে গ্রুপ এ-তে। গতবার কমনওয়েলথ গেমসের ফাইনালে নিউ জিল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে সোনা জিতেছিল অস্ট্রেলিয়া পুরুষ দল। ভারতকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল ইংল্যান্ড। এখনও পর্যন্ত কমনওয়েলথ গেমসে পুরুষদের হকির প্রতিবার সোনা অস্ট্রেলিয়াই জিতেছে। ১৯৯৮ কমনওয়েলথ গেমস থেকে শুরু পুরুষ হকির টানা ৬বার সোনা জিতেছে ক্যাঙারুর দেশ।
দেখুন টুইট
কমনওয়েলথ গেমসে পুরুষদের হকিতে ৬বারের মধ্যে দু বার রুপো জিতেছে ভারত। এবার সোনা জয়ের লক্ষ্যে নামবেন মনপ্রীতরা। টোকিও অলিম্পিকে পুরুষদের হকিতে বেলজিয়াম জিতেছিল সোনা, রুপো জিতেছিল অস্ট্রেলিয়া। ব্রোঞ্জ জিতেছিল ভারত।
কমনওয়েলথ গেমসে ভারতীয় হকি দল- মনপ্রীত সিং (অধিনায়ক), হরমনপ্রীত সিং (সহ অধিনায়ক), শ্রীজেশ পিআর (গোলকিপার), কৃষ্ণান বাহাদুর পাঠক, বরুণ কুমার, সুরিন্দর কুমার, অমিত রোহিদাস, যুগরাজ সিং, হার্দিক সিং, বিবেক সিং প্রসাদ, সাসীর সিং, আকাশদীপ সিং, নীলকান্ত শর্মা, মনদীপ সিং, গুরজান্ত সিং, ললিত উপাধ্যায়, অভিষেক।