Manchester City: হাল্যান্ডের গোলের হাফ সেঞ্চুরি, ফুলহ্যামকে হারিয়ে শীর্ষে উঠল ম্যান সিটি

আর্সেনাল (Arsenal)-কে টপকে প্রিমিয়র লিগের শীর্ষস্থানে উঠল ম্যানচেস্টার সিটি (Manchester City)।

Manchester City beat Real Madrid . (Photo Credits: Twitter)

আর্সেনাল (Arsenal)-কে টপকে প্রিমিয়র লিগের শীর্ষস্থানে উঠল ম্যানচেস্টার সিটি (Manchester City)। রবিবার অ্য়াওয়ে ম্যাচে ফুলহ্যামকে ২-১ গোলে হারিয়ে পেপ গুয়ার্দিওলা-র দল লিগ তালিকায় সবার আগে চলে গেল। এবারের প্রিমিয়র লিগে বেশীরভাগ সময়টাই শীর্ষে ছিল আর্সেনাল। কিন্তু গত সপ্তাহে সিটির কাছে ১-৪ গোলে আর্সেনালের হারের পর লিগ তালিকা উল্টেপাল্টে গেল। ম্য়ান সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড (Erling Haaland) ম্য়াচের তিন মিনিটে পেনাল্টি থেকে দলের প্রথম গোলটা করেছিলেন।

সিটির জার্সিতে নরওয়ের মহাতারকা ফুটবলার হল্যান্ডের ৫০টা গোল করা হয়ে গেল। ১৫ মিনিটে গোল হজম করে সিটি। এরপর বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ ম্য়াচের ৩৬ মিনিটে সিটির পক্ষে জয়সূচক গোলটি করেন। প্রিমিয়র লিগে টানা আটটা ম্য়াচে জিতল ম্য়ানচেস্টার সিটি। আরও পড়ুন-এশিয়ান মঞ্চে ডবলসে দেশের প্রথম সোনা জিতে ব্য়াডমিন্টনে ইতিহাস সাত্বিক-চিরাগ জুটির

দেখুন টুইট

দেখুন টুইট

এদিন জয়ের সুবাদে সিটির পয়েন্ট ৭৬ পয়েন্টে পোঁছে গেল। সেখানে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল এক ম্যাচ বেশী খেলে ৭৫ পয়েন্টে দাঁড়িয়ে। লিগে ৩৮টি করে ম্যাচ খেলার পর ঠিক হবে কারা খেতাব জিতবে।