Lovlina Borgohain: চারে চার, নিখাতের পর বিশ্ব বক্সিংয়ে সোনা জিতলেন লভলিনা বরগোঁহাই, তৃতীয় পদক অসমের তারকার
মহিলাদের বিশ্ব বক্সিংয়ে ভারতের জয়জয়কার। ভারতের যে চারজন মহিলা বক্সার বিশ্ব বক্সিংয়ের ফাইনালে উঠেছিলেন, তারা সবাই সোনা জিতলেন।
মহিলাদের বিশ্ব বক্সিংয়ে ভারতের জয়জয়কার। ভারতের যে চারজন মহিলা বক্সার বিশ্ব বক্সিংয়ের ফাইনালে উঠেছিলেন, তারা সবাই সোনা জিতলেন। গতকাল দুটির পর আজ, রবিবার আরও দুটি সোনা জিতে বিশ্ব বক্সিংয়ে নজির গড়লেন ভারতের মহিলারা। নিখাত জারিনের পর বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন অসমের লভলিনা বরগোঁহাই (
(Lovlina Borgohain)। ৭৫ কেজি বিভাগের ফাইনালে লভলিনা হারালেন দু বারের কমনয়েলথ গেমসে পদক জয়ী তারকা বক্সার অস্ট্রেলিয়ার কাইতলিন পার্কারকে। ফাইনালে লভলিনা জেতেন ৫-২।
টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী লভলিনার বিশ্ব বক্সিংয়ের ইতিহাসে তৃতীয় পদক। তবে এবারই প্রথম বিশ্ব বক্সিংয়ে সোনা জিতলে লভলিনা। আগের দুবার বিশ্ব বক্সিংয়ে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। আরও পড়ুন-সেঞ্চুরিয়ানে ৩৯ বলে সেঞ্চুরি চার্লসের, ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ করল ২৫৮ রান
দেখুন টুইট
এবারের মহিলাদের বিশ্ব বক্সিংয়ে সোনা জিতলেন ভারতের নিখাত জারিন, নিতু ঘাঙ্গাস, লভলিনা ররগোঁহাই ও সুইটি বুরা। পদক তালিকায় চিনকে পিছনে ফেলে ভারতই শীর্ষস্থানে শেষ করল।
মেরি কমের পর দ্বিতীয় ভারতীয় মহিলা হিসেবে টানা দু বার বিশ্ব বক্সিংয়ে সোনা জিতলেন নিখাত জারিন। রবিবার মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের তারকা বক্সার নিখাত জারিন (Nikhat Zarreen)। দিল্লিতে আয়োজিত ৫০ কেজি লাইট ফ্লাইওয়েট বিভাগের ফাইনালে দু বারের এশিয়ান চ্যাম্পিয়ন ভিয়েতনামের নিগুয়েন থি তামকে ৫-০ হারিয়ে সোনা জিতলেন ২৬ বছরের তেলঙ্গনার বক্সার নিখাত। গত বছর ইস্তানবুলে আয়োজিক বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপেও সোনা জিতেছিলেন নিখাত।