Champions League 2021-22: মিনিট ১৫ ঝড়ে সব আশঙ্কা ঝেড়ে ফাইনালে লিভারপুল
গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটা হাফ টাইম পর্যন্ত দেখে মনে হচ্ছিল অবিশ্বাস্য কিছু ঘটতে চলেছে।
মাদ্রিদ, ৪ মে: গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটা হাফ টাইম পর্যন্ত দেখে মনে হচ্ছিল অবিশ্বাস্য কিছু ঘটতে চলেছে। ঘরের মাঠে প্রথম লেগে অনায়াসে ২-০ গোলে ভিয়া রিয়ালকে হারিয়ে ফাইমালের দিকে এক পা বাড়িয়ে রাখা লিভারপুল এল মাদ্রিগালের মাঠে পা পিছলে যাবে, তেমনটাই মনে হচ্ছিল। প্রথমার্ধে দুটো গোল খেয়ে প্রথম লেগে ২-০ গোলে জয়ের সব সুবিধাটা হারিয়েছিল লিভারপুল। তখন মনে হচ্ছিল ভিয়া রিয়াল বড় অঘটন ঘটিয়ে ফাইনালে উঠে যাবে। কিন্তু দ্বিতীয়ার্ধে মাঠে নেমে দশ মিনিট পরই পুরো পাল্টে গেল লিভারপুল।
চলতি মরসুমে রেকর্ড চারটে খেতাব জয়ের সুযোগ থাকা য়ুরগেন ক্লপের দল এই ম্যাচে ৬২ মিনিট থেকে ৭৪ মিনিটের মধ্যে ৩টি গোল করে অনায়াসে ফাইনালে চলে গেল। ম্যাচের ৬২ মিনিটে লিভারপুলের হয়ে ব্যবধান কমান ফাবিয়ানো। ঠিক পাঁচ মিনিট পরেই দলকে সমতায় ফেরান লুইস দিয়াস। তারপর দলকে ৩-২ এগিয়ে দিয়ে ফাইনালে ওঠা নিশ্চিত করেন লিভারপুলের তুরুপের তাস সাদিও মানে। দুই পর্বে মিলিয়ে ভিয়া রিয়ালকে ৫-২ গোলে হারিয়ে ফাইনালে উঠল লিভারপুল। গত পাঁচটা চ্যাম্পিয়ন্স লিগের মধ্যে তিনবার ফাইনালে উঠল লিভারপুল। শেষবার লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগ জেতে ২০১৯-এ, ফাইনালে টটেনহ্যামকে হারিয়ে। আরও পড়ুন: হারতে ভুলে যাওয়া গুজরাটকে হারিয়ে প্লে অফের লড়াইয়ে পঞ্জাব
আগামী ২৯ মে চলতি মরসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হবে প্যারিসে। লিভারপুলের প্রতিপক্ষ ঠিক হবে আজ, বুধবার রাতে। দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় গেলে। প্রথম লেগে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।
গতবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছিল ইংল্যান্ডের দুই ক্লাব-চেলসি ও ম্যান সিটি। চ্যাম্পিয়ন হয়েছিল চেলসি। আজ রাতে ম্যান সিটি জিতলে, টানা দু বছর ইংল্যান্ডের দুই ক্লাব চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলবে।