FIFA World Cup 2022 Awards: গোল্ডেন বল জিতলেন মেসি, গোল্ডেন বুট এমবাপের, দেখুন কাতার বিশ্বকাপে কে কে জিতলেন

লিওনেল মেসির স্বপ্নপূরণ করে শেষ হল কাতার বিশ্বকাপ। ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা।

Argentina. (Photo Credits:Twitter/@totoscrib)

লিওনেল মেসির স্বপ্নপূরণ করে শেষ হল কাতার বিশ্বকাপ। ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা। এই নিয়ে তৃতীয় বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা (১৯৭৮, ১৯৮৬,২০২২)। ফাইনালে জোড়া গোল করে নায়ক মেসি। ফাইনালে হ্য়াটট্রিক করেও হারতে হল ফরাসি তারকা এমবাপেকে। ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত খেলার স্কোর ছিল ২-২। ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। এরপর ৯৭ সেকেন্ডের মধ্যে এমবাপে জোড়া গোল করে দলকে সমতায় ফিরিয়ে ছিলেন। এরপর খেলা গড়ায় এক্সট্রা টাইমে। এক্

কাতার বিশ্বকাপে ৭টি গোল করে গোল্ডেন বুট জিতলেন এমবাপে। সারা টুর্নামেন্টে ৬টি গোল, ৩টি অ্যাসিস্ট করে গোল্ডেন বল জিতলেন মেসি। মেসিই দুনিয়ার প্রথম ফুটবলার হিসেবে দু'বার গোল্ডেন বল জিতলেন। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে হারলেও মেসি গোল্ডেন বল জিতেছিলেন।

দেখুন ছবিতে

কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস, ফাইনালে ফ্রান্স- চলতি বিশ্বকাপে দু বার টাইব্রেকারে দেশকে জেতানো আর্জেন্টিনার গোলকিপার এমি মার্টিনেজ জিতলেন গোল্ডেন গ্লাভসের পুরস্কার।

কাপে চুমুক মেসির

চ্যাম্পিয়ন-আর্জেন্টিনা

রানার্স- ফ্রান্স

তৃতীয়- ক্রোয়েশিয়া, চতুর্থ-মরক্কো

গোল্ডেন বল (টুর্নামেন্টের সেরা ফুটবলার)- লিওনেল মেসি (আর্জেন্টিনা)

গোল্ডেন বুট (টুর্নামেন্টের সর্বাধিক গোলদাতা)-কিলিয়ান এমবাপে (ফ্রান্স)

গোল্ডেন গ্লাভস (টুর্নামেন্টের সেরা গোলকিপার)-এমিলিনো মার্টিনেজ (আর্জেন্টিনা)

সিলভার বুট (টুর্নামেন্টের সেরা তরুণ ফুটবলার)-এনজো ফার্নান্ডেজ (আর্জেন্টিনা)



@endif